×

স্বাস্থ্য

পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৫:০১ পিএম

পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স। ফাইল ছবি

দেশে প্রথমধাপে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের (পরীক্ষামূলক প্রয়োগের) অনুমতি পেল গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বঙ্গভ্যাক্স।

রবিবার (১৭ জুলাই) ঔষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দেয়। গ্লোব বায়োটেক লিমিটেডের সিনিয়র ম্যানেজার ডা. মোহাম্মদ মহিউদ্দিন ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেল দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি করোনা প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স।

এদিকে, বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, এই পরীক্ষামূলক প্রয়োগ ৬০ জনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউত) শুরু হবে। জানা যায়, বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের জন্য ১৬টি শর্ত দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App