অনিয়ম-দুর্নীতির উৎস চিহ্নিত করে সমাধান: উপদেষ্টা সাখাওয়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পিএম
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহণ অধিদপ্তর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর কর্তৃপক্ষের গুরুত্বারোপ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে। স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ রইল।
নৌপরিবহণ অধিদপ্তর পরিদর্শন করে উপদেষ্টা বলেন, নৌপথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একটি নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহণ অধিদপ্তরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন।
আরো পড়ুন : পুলিশকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা