পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিগ্রাম বার্তায় যা বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাংলাদেশের সঙ্গে সব দিক থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
টেলিগ্রাম বার্তায় সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রিয় মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আপনার নিয়োগ সম্পর্কে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। রুশ-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, যা ঐতিহ্যগতভাবে আমাদের জনগণকে সংযুক্ত করেছে।’
বার্তায় বলা হয়, ‘আমরা সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছি।’ সেই সঙ্গে সের্গেই ল্যাভরভ তৌহিদ হোসেনের সুস্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কাজের সাফল্য কামনা করেন।
গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আরো পড়ুন : ৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ