অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন মধ্যনগরের বিধান রঞ্জন রায়
রাসেল আহমদ, মধ্যনগর
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১০:০১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। ময়মমনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় সুনামগঞ্জের নব-গঠিত মধ্যনগর উপজেলার সদরের বসিন্দা। তার পিতা প্রয়াত ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার (এমবিবিএস) আমৃত্যু নিরলসভাবে হাওরবেষ্টিত মধ্যনগর এলাকার মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত নয়টার দিকে বঙ্গভবনে তার শপথ নেয়ার কথা থাকলেও তিনি ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।
শুক্রবার তিনিসহ অনুপস্থিত তিনজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে হাওর বেষ্টিত মধ্যনগর উপজেলার সর্বস্থরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
আরো পড়ুন : যে ৩ জন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি