×

সরকার

খাদ্য সহায়তার আওতায় আসবে ৫ কোটি মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৬:৪১ পিএম

খাদ্য সহায়তার আওতায় আসবে ৫ কোটি মানুষ

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে করোনা ভাইরাসের কারণে খাদ্য ঘাটতি না হওয়ার দিকে সরকার লক্ষ্য রাখছে এবং দেশের পাঁচ কোটি মানুষ খাদ্য সহায়তার আওতায় আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫০ লাখ মানুষ রেশন কার্ডের আওতায় আছে। সেই সঙ্গে আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দিতে নির্দেশ দেয়া হয়েছে। এই এক কোটি লোকের পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন করে হয় তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।

করোনা ভাইরাসের কারণে আতঙ্কে রয়েছে সবাই। সৃষ্ট এই পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় চলতি সংসদের সপ্তম এ অধিবেশন শুরু হয় বাছাইকৃত এমপিদের নিয়ে। অধিকাংশ এমপির মুখে মাস্ক ও হাতে গ্লাভস দেখা যায়। এবারের এই সংসদ অধিবেশনে নিষিদ্ধ ছিল সাংবাদিকদের প্রবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App