×

সরকার

বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম

বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি
বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় জাপানি ২৭ কোম্পানি

ছবি: ভোরের কাগজ

  • প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ৩৫ সদস্যের প্রতিনিধি দল
  • ৪ ইকোনমিক জোন, ব্লু ইকোনোমি ও ভোলা গ্যাস ফিল্ডে বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে ঢাকায় এসেছে জাপানের ২৭ কোম্পানির ৩৫ জন প্রতিনিধি। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিডিএ)। এরপর রাজধানীর একটি হোটেলে উঠে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলের সদস্যরা ভোরের কাগজকে জানান, ৬টি প্রকল্পে (মানিকগঞ্জ ইকোনমিক জোন, রিভার ট্যুরিজম মানিকগঞ্জ ইকোনমিক জোন, লক্ষ্মীপুর স্পেশাল ইকোনমিক জোন, ব্রাহ্মণবাড়িয়া ইকোনমিক জোন, ব্লু ইকোনমি ও ভোলা গ্যাস ফিল্ড) বিনিয়োগ করতে চায় তারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে ইকোনমিক জোন তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করায় তারা সন্তুষ্ট। এরকম সহযোগিতা অব্যাহত থাকলে তারা ভবিষ্যতে বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নে অন্য সেক্টরগুলোতেও বিনিয়োগ করতে আগ্রহী। পাশাপাশি জাপান সরকারের ঘোষণা অনুযায়ী মিয়ানমার থেকে জাপান বিনিয়োগ উঠিয়ে নিলে সেগুলোও বাংলাদেশে স্থানান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন তারা। তবে, ওই ৬ প্রকল্পের জন্য তারা কত টাকা বিনিয়োগ করতে চান, সে বিষয়ে খোলাশা করেননি। যত টাকাই লাগুক তারা খরচ করবেন বলে জানিয়েছেন জাপানি ব্যবসায়িরা। এদিকে বিডিএ বলছে, ওই ৬ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের জিডিপি ১-২ শতাংশ বেড়ে যাবে। সেইসঙ্গে আগামী এক বছরের মধ্যে আরো এক হাজার জাপানি কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। জাপানের ব্যবসায়ী দলের সদস্যদের মধ্যে মি. হায়াসি ভোরের কাগজকে বলেন, আমরা বাংলাদেশে শুধু ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আসিনি। স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এবং মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে আমরা সবসময় পাশে আছি, পাশে থাকবো। আমাদের বিশ্বাস সরকার আমাদের বিনিয়োগের সুযোগ করে দিবে। বিডিএ-এর ব্যবস্থাপনা পরিচালক (জাপানের স্বমন্বয়কারী) মো. নেওয়াজ শরীফ ভোরের কাগজকে বলেন, সবশেষ জাপান সফরে গিয়ে বিডিএ-এর পক্ষ থেকে আয়োজিত একটি বিজনেস সামিটে অংশ নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানকে আরো বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৭টি কোম্পানির ৩৫ জন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন। এই কোম্পানিগুলো সেই বিজনেস সামিটে উপস্থিত ছিলো। এরা বাংলাদেশের ইকোনমিক জোন, ব্লু ইকোনমি, ভোলা গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী। সরকার নারায়ণগঞ্জে ইকোনমিক জোন করতে সর্বাত্মাক সহযোগিতা করায় তাদের মধ্যে স্বস্তি রয়েছে। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগের প্রস্তাব তুলে ধরতে চান। সেই সঙ্গে সফলভাবে বিনিয়োগ সম্পূর্ণ করতে সবধরনের সহযোগিতা চান। মো. নেওয়াজ শরীফ আরো বলেন, তারা যে ৬ প্রকল্পের প্রস্তাব নিয়ে এসেছেন, সেটি বাস্তবায়ন করা গেলে দেশের জিডিপি ১-২% বেড়ে যাবে। সেই সঙ্গে একবছরের মধ্যে আরো এক হাজার কোম্পানী বিনিয়োগ করতে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জাপান সরকার ইতিপূর্বে বলেছে, এশিয়ার মধ্যে বাংলাদেশকে তারা ইকোনমিক্যাল হাব হিসেবে দেখতে চায়। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরের সময়েও বলেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান। মিয়ানমার থেকে জাপানের বিনিয়োগ তুলে নেয়ার যে ঘোষণা তাদের সরকার দিয়েছে, সেটিও বাংলাদেশে করতে চান। তাদের একটিই কথা, বন্ধুপ্রীতম রাষ্ট্র হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। [caption id="attachment_470726" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] বিডিএ-এর বাংলাদেশি স্বমন্বয়কারী শামীম মোহাম্মদ আরিফ ভোরের কাগজকে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাপানের এত বড় একটি প্রতিনিধিদল আসা দেখেই বোঝা যায়, বিনিয়োগ করতে তারা কতটা আগ্রহী। আগে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এসে ইকোনমিক জোনগুলো দেখে গিয়েছিল। তাদের কাছে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ মনে হওয়ায় এবার বড় একটি দল এসেছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিলে দ্রুতই তারা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন। বাংলাদেশে আসা জাপানি কোম্পানিগুলো হলো- ফুট স্টুল কোম্পানী লিমিটেড’ ব্রিজ আর্ক কোম্পানী লিমিটেড; মার্ক কো. লিমিটেড; রেড লিমিটেড কোম্পানী অক্টোটেক, এমিটিইয়েন কো. লিমিটেড; তানাকা-জি-সুজিও কো. লিমিটেড; মাইলিন কো. লিমিটেড; গ্লোবাল লিংক কো. লিমিটেড; স্টিল্লা কোম্পানী লিমিটেড, সাকোই কো. লিমিটেড; ইউগাওকো কো. লিমিটেড; গ্লোবাল মার্কেট কো. লিমিটেড, সাকুরা সার্ভিস কো. লিমিটেড, নাকানোশিমা কো. লিমিটেড; এস ফুড’স কো. লিমিটেড; যাযা কো. লিমিটেড, সি-প্লান কো. লিমিটেড; তাকুমি মিরাই কো. লিমিটেড; লাইফ ইনোভেশন জাপান কো. লিমিটেড; টেকনো সিনসেই কো. লিমিটেড; ফ্রিস্টাইল কো. লিমিটেড; বেনিয়া এডনিমিস্ট্রেটিভ স্ক্রিভেনার জেনারেল অফিস, হাইয়াবুসা কোম্পানী লিমিটেড; এমিটিইয়েন কো. লিমিটেড; সানটপিক কোম্পানী লিমিটেড; টোকিও হিল্স কোম্পানি লিমিটেড, হিরো ইন্টার সেকশন কোম্পানি লিমিটেড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App