×

ফুটবল

অনুশীলনে উচ্ছ্বাসিত রানা-জিকোরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৮:৫১ পিএম

অনুশীলনে উচ্ছ্বাসিত রানা-জিকোরা

কোচ জেমি ডের বক্তব্য মনোযোগ দিয়ে শোনছেন লাল-সবুজের প্রতিনিধিরা

নেপালে ২৩ থেকে ২৯ মার্চ হবে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে তিন দলের একটি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে রবিবার (১৪ মার্চ) অনুশীলন করেছে জেমি ডের শিষ্যরা। এদিন বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রানা-জিকোরা।

 তবে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য স্বাভাবিকভাবে অনুশীলনে যোগ দিতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর কোভিড-১৯ টেস্ট করিয়ে নেপালে রওনা দিবেন তিনি।

তবে যাইহোক নেপালে নিজদের সেরাটা খেলতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। গতকালও তার ব্যতিক্রম হয়নি। এদিন জেমি ডের অধীনে নিজদের ঝালিয়ে নিয়েছেন জিকোরা। রবিবার প্রথম দিনের অনুশীলন শেষে কোচ জেমি ডে বলেন, জয় পরাজয় মুখ্য নয়, বরং বিশ্বকাপ বাছাইয়ের জন্য একটি শক্তিশালী দল গঠন করাই নেপাল সফরের মূল লক্ষ্য। সেখানকার ম্যাচগুলোতে সুযোগ পাবে তরুণরা। বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ফুটবলাররা।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১৮ মার্চ নেপাল যাবে বাংলাদেশ। সেখানে জামাল ভূঁইয়াদের দুটি ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App