×

ফুটবল

খালি মাঠে খেলার সিদ্ধান্তে ক্ষুদ্ধ জার্মান দর্শকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০২ পিএম

খালি মাঠে খেলার সিদ্ধান্তে ক্ষুদ্ধ জার্মান দর্শকরা

বুন্দেসলিগা, ছবি: ইন্টারনেট

আগামী ৯ মে থেকে জার্মানির ঘরোয়া ফুটবল লিগ বুন্দেসলিগা মাঠে গড়ানোর একটি সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয় তাহলে মহামারী করোনাভাইরাসের মধ্যে প্রথম কোনো ফুটবল লিগ পুনরায় চালু হবে। তবে খেলা শুরু হলেও মাঠে থাকবে না কোনো দর্শক। আর দুই দলের খেলোয়াড় ও কোচসহ সবমিলিয়ে মাঠে মাত্র ৯২ জন প্রবেশ করতে পারবেন। তবে দর্শক ছাড়া এমন ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেয়ায় বেশ ক্ষুদ্ধ হয়েছেন দেশটির ফুটবলপ্রেমীরা। অনেক সমর্থক এটিকে ক্লাবগুলো ও বুন্দেসলিগা কর্তৃপক্ষের টাকা কামানোর ফন্দি বলে মনে করছেন। তাদের দাবি, টাকার চেয়ে যেনো মানুষের স্বাস্থ্য ও জীবনের দিকে নজর দেয় তারা। তবে জার্মান সমর্থকদের আরেক পক্ষ ফুটবল ফেরানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাঠে দর্শক না থাকলেও খেলা চালু হোক। তাতে করে মানুষ ঘরে বসে হলেও তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবে। আর এতে করে ঘরে বন্দি থাকার সময়গুলোও সহজে কেটে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App