×

ফিচার

যেসব এআই ফিচার নিয়ে আসছে ভবিষ্যতের স্মার্টফোন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম

যেসব এআই ফিচার নিয়ে আসছে ভবিষ্যতের স্মার্টফোন

ছবি: সংগৃহীত

অ্যাপল এবং গুগল এই মুহূর্তে তাদের স্মার্টফোনের উন্নতিতে মনোযোগ দিয়েছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতিতে গবেষণায় বিনিয়োগ বাড়িয়েছে। ফলে স্মার্টফোন দুনিয়ায় খুব দ্রুতই পরিবর্তনের হাওয়া লাগছে। অ্যাপল তার আইওএস ১৮ এবং গুগল তার অ্যান্ড্রয়েডের পরবর্তী আপডেটগুলোয় স্মার্ট ফোন ব্যবহারের পদ্ধতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনছে বলে জানা গেছে।

অ্যাপল তার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে ঘোষণা করেছে, তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিরিকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হয়েছে। নতুন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি অ্যাপেল ইন্টেলিজেন্স দিয়ে পরিচালিত হবে। এটি একটি বড় মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে বলে ধারনা করা হচ্ছে। 

সিরি তার ব্যবহারকারীদের কথোপকথনের প্রসঙ্গ বুঝতে পারবে এবং সহজাতভাবে একটি প্রতিক্রিয়া জানাতে পারবে। 

উদাহরণস্বরূপ, আপনার ফটো অ্যালবাম থেকে ড্রাইভারের লাইসেন্সের ছবি খুঁজে বের করা এবং আইডি নম্বর কপি করে ফর্মে পেস্ট করা। পরবর্তীতে এর চেয়েও জটিল কাজ করতে সক্ষম হবে সিরি। 

অন্যদিকে, গুগল তার নতুন এআই সিস্টেম জেমিনির ঘোষণা করেছে। এটি শুধুমাত্র গুগলের পিক্সেল ফোনে এই মুহুর্তে তাদের সকল ফিচার নিয়ে ব্যবহার করা যাচ্ছে। জেমিনি ন্যানো নামে একটি নতুন সংস্করণ প্রাইভেসির জন্য সরাসরি ফোনেই এআই প্রসেসিং করবে। এছাড়া, জেমিনি স্ক্যাম ডিটেকশন, সার্কেল টু সার্চ এবং অডিও ট্রান্সক্রিপ্ট থেকে সারসংক্ষেপ তৈরির মতো বৈশিষ্ট্য নিয়ে আসছে মুঠোফোন ব্যবহারকারীদের সামনে।

টেক্সটিংয়ের ক্ষেত্রেও আসছে অনেক পরিবর্তন। অ্যাপল তার নতুন আইওএস ১৮-তে রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) মানদণ্ড গ্রহণ করবে। এটি অ্যান্ড্রয়েডের সাথে উচ্চ-মানের ছবি এবং ভিডিও শেয়ারিং সম্ভব করবে। এর ফলে আইফোন এবং অ্যানড্রোয়েড ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের মান আগের চেয়ে আরো উন্নত হবে।

অ্যাপল আই ম্যাসেজে রয়েছে মেসেজ শিডিউল করার ফিচার। এটি ব্যবহারকারীদের একে অপরের কাজের সময় বা ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান জানাতে সহায়তা করবে।

এই নতুন এআই ফিচারগুলো শুধুমাত্র আইফোন ১৫ প্রোসহ নতুন ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে। এই প্রযুক্তির প্রভাব স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর কতটা পড়বে তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে আমাদের স্মার্টফোন ব্যবহার পদ্ধতিতে খুব শীঘ্রই একটি বড় পরিবর্তন হতে চলেছে।

অনুবাদ: দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App