×

ইউরোপ

ইউক্রেন সীমান্তে বেলারুশের এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:২৭ এএম

ইউক্রেন সীমান্তে বেলারুশের এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন

বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেন ১ লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে। এর জবাবে বেলারুশও ইউক্রেইন সীমান্তজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে।

তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেঙ্কো।  ২০২২ সালের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যানুযায়ী, বেলারুশের পেশাদার সেনা সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্তরক্ষী সেনা রয়েছে।

লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের আগ্রাসী নীতি দেখে আমরা সীমান্তে শক্তি বাড়িয়েছি।  সীমান্তজুড়ে আমাদের সেনাবাহিনী মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষায় তারা কাজ করবে।

বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশের বেল্টা নিউজ।

ইউক্রেনের রাজধানী কিয়েভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে শনিবার কিয়েভ জানিয়েছিল, সীমান্তে বেলারুশের মোতায়েন করা সেনার কোনও উল্লেখযোগ্য উপস্থিতি তাদের চোখে পড়েনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো ইউক্রেনীয় সেনাদের রুশ ভূখণ্ডে অভিযানের পরিপ্রেক্ষিতে সেনা মোতায়েন নিয়ে ওইসব কথা বলেন।

রাশিয়ায় ঢুকে ইউক্রেনের এই আক্রমণ রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের বিব্রতকর এক বিষয়।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন শুক্রবার বলেছিলেন, ইউক্রেইন থেকে সশস্ত্র উসকানির প্রবল আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App