×

বিনোদন

‘শনিবার বিকেল’র পয়লা দর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১১ পিএম

‘শনিবার বিকেল’র পয়লা দর্শন
জানুয়ারিতে নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন)-এর চিত্রায়ন শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। গত বুধবার সিনেমা বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটিতে প্রকাশ হয়েছে ‘শনিবার বিকেল’-এর ফার্স্টলুক বা পয়লা দর্শন। সেখানে সিনেমাটির নানা প্রসঙ্গে ইঙ্গিতও দেন নির্মাতা। ‘শনিবার বিকেল’ নির্মিত হচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায়। এর কাহিনী ঢাকার হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা থেকে অনুপ্রাণিত। যে ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হন। পয়লা দর্শনে ভীত-শঙ্কিত কয়েকজনের চেহারা দেখা যায়। যাতে উঠে এসেছে বিশ্বব্যাপী চলমান ভয়ের সংস্কৃতির মুহূর্তিক বর্ণনা। সিনেমাটিকে বিশ্বব্যাপী চলমান ‘ঘৃণার রাজনীতি’র ক্ষুদ্র চিত্র হিসেবে বর্ণনা করেন ফারুকী। গল্পের বৈশিষ্ট্য মেনেই ‘শনিবার বিকেল’-এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে সিঙ্গেল টেকে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘শনিবার বিকেল’। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনের ইয়াদ হুরানি। এ ছাড়াও রয়েছেন কয়েকজন দেশি-বিদেশি অভিনেতা। ‘শনিবার বিকেল’ ফারুকীর ‘আইডেন্টিটি’ ট্রিলজির প্রথম কিস্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App