×

বিনোদন

সম্পাদনার টেবিলে ছিল কবরী পরিচালিত সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৫:৩৮ পিএম

সম্পাদনার টেবিলে ছিল কবরী পরিচালিত সিনেমা

শুটিংয়ে রিয়াদ ও সালওয়ার সঙ্গে কবরী

সম্পাদনার টেবিলে ছিল কবরী পরিচালিত সিনেমা
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনায় যুক্ত ছিলেন চিত্রনায়িকা কবরী সারোয়ার। ২০০৬ সালে চলচ্চিত্র ‘আয়না’মুক্তি দিয়ে তিনি নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র পরিচালনায়। অ্যাসিডদগ্ধ নারীদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সে সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। এরপর গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে অভিনেত্রী শুরু করেছিলেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’‘র নির্মাণ। কিন্তু এই কাজটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার প্রয়াত হন কিংবদন্তি এই অভিনেত্রী। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে চলচ্চিত্রটি। চলছে ডাবিং-এডিটিংয়ের কাজ। জানা গেছে, পোস্ট প্রোডাকশনের কিছু কাজ শেষ হলেই প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে ‘এই তুমি সেই তুমি’। এ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াদ রায়হান। চলচ্চিত্রটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমাটির দৃশ্যায়ন মোটামুটি সম্পন্ন হয়েছে। এক-দুই দিনের কিছু কাজ বাকি ছিল, যেগুলো না হলেও হয়তো চলবে। কারণ যেটুকু গল্প, তা করা হয়েছে। আর ডাবিংয়ের কাজও শেষের পথে। প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের বাকি কাজ শেষ হলেই সিনেমাটি হয়ে যাবে।’ অন্যদিকে ‘এই তুমি সেই তুমি’চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা পেয়েছেন অভিনেত্রী কবরীর শেষ সান্নিধ্য। সেই অভিজ্ঞতা শেয়ার করে রিয়াদ বলেন, ‘তিনি খুব গোছানো একজন মানুষ ছিলেন। শুটিংয়ে ছোট্ট একটা লটের জন্যও কমপক্ষে ১৫ দিনের একটা প্রি-প্রোডাকশন করতেন তিনি, যেন শুটিংয়ে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। লম্বা সময় নিয়ে প্রি-প্রোডাকশনের ফলে শুটিং করতেও আমাদের খুব সহজ হতো। আর অভিনয়ের কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, যেগুলো তিনি খুব সুন্দর করে দেখিয়ে দিতেন। দেখা গেছে, একটা দৃশ্য করেছি, সেখানে তিনি এমন একটি ছোট্ট বিষয় যোগ করে দিয়েছেন যা আমার অভিনয়কে আরো অলংকৃত করেছে।’ উল্লেখ্য, ‘এই তুমি সেই তুমি’চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতাও কবরী। এতে তিনি নিজেও অভিনয় করেছেন। এ চলচ্চিত্রে জুটি বেঁধেছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। চলচ্চিত্রটিতে কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ড. মোহাম্মদ বারী। মুক্তিযুদ্ধ সময়কালের সঙ্গে বর্তমান সময়কে প্রেমের আদলে তুলে ধরা হচ্ছে সিনেমাটিতে। ‘আয়না’এবং ‘এই তুমি সেই তুমি’ছাড়াও কবরী পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একাত্তরের মিছিল’। প্রযোজনা করেছেন ‘বলাকা মন’, ‘শীত বসন্ত’ও ‘গুন্ডা’নামে তিনটি চলচ্চিত্র। এছাড়া সম্প্রতি ‘আমার বাড়ি আমার খামার’নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App