‘এক পুরুষ আমাকে তার বিশেষ অঙ্গ দেখিয়ে চলে যায়’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
আরজি কর কাণ্ড নিয়ে ভারত যখন উত্তাল তখন এই প্রতিবাদের রেশ পৌঁছেছে বলিউডেও। এই পরিস্থিতিতে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। অভিনেত্রীর দাবি, সব সময় নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।
শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) নিজের শৈশবের একটি ছবি পোস্ট করে সেলিনা লেখেন, নির্যাতিতাকেই দোষ দেয়া হয় সব সময়। এই সময়ে আমি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তখন আমাদের স্কুলের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ভিড় লেগে থাকত। স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওদের অনেকেই আমার রিকশার পিছু নিত ।
THE VICTIM IS ALWAYS AT FAULT : In this pic I was in 6th grade only when boys from a nearby university started to wait outside my school.They would follow the school rickshaw making catcalls all the way home everyday. I pretended not to notice them and few days later because of… pic.twitter.com/cIrJmiDbQt
সেলিনা জানান, তিনি ভান করতেন যেন তিনি কিছুই বুঝতে পারছে না। কিছু দিন পরেই সেলিনা লক্ষ করেন, ওই ছেলেরা পাথর ছুড়তে থাকে। কিন্তু তা দেখেও কোনো পথচারী প্রতিবাদ করতে আসেনি। বরং এক শিক্ষক এর জন্য সেলিনাকেই দায়ী করতেন।
অভিনেত্রী বলেন, আমার শিক্ষিকা বলেছিলেন আমি পশ্চিমা কায়দার পোশাক পরি। ঢিলেঢালা পোশাক পরি না। তেল মেখে দুটো বেণী করে চুল বাঁধি না। তাই দোষটা আমারই।
এর পরেই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সেলিনা লেখেন, এক দিন স্কুলের রিকশার জন্য অপেক্ষা করছি। এমন সময় এক পুরুষ তার গোপনাঙ্গ আমাকে দেখিয়ে চলে যায়। ওই ছোট বয়সে এই অভিজ্ঞতা হয়। বহু বছর ধরে এই ঘটনার জন্য আমি নিজেকে দায়ী করতাম। শিক্ষকের কথা আমার মাথায় ঘুরতে থাকত।
তিনি আরো বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময়ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাকে কোন কারণ ছাড়াই হেনস্থা করেছে।
ওই সময়ে আমি অনেকের কাছ থেকেই শুনেছি, পোশাকের জন্যই নাকি ছেলেরা আমার সঙ্গে এমন অসভ্য আচরণ করছে।
আরো পড়ুন: রচনা লিখে জাপান ভ্রমণের সুযোগ