×

বিনোদন

নিরাপত্তাহীনতায় ভুগছেন মিথিলা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:০০ পিএম

নিরাপত্তাহীনতায় ভুগছেন মিথিলা!

রাফিয়াত রাশিদ মিথিলা

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এমন অবস্থায় এক নতুন বাংলাদেশের চিত্রের দেখা মিলেছে।

যেখানে ধর্মের ভেদাভেদ চোখে পড়ছে না। মুসলিমরা হিন্দুদের মন্দির পাহাড়া দিচ্ছেন, আবার রাতের বেলায় বিভিন্ন এলাকায় সকলে একজোট হয়ে ডাকাত ঠেকানোর চেষ্টা করছেন।

আরো পড়ুন: যে কারণে মিন্টু রোডে যেতে হয়েছিল ওমর সানীকে

সবসময় ঐক্য ও সমতার এমনই এক বাংলাদেশ দেখতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা।

শনিবার (১০ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে ছবির হাটে শিক্ষার্থীদের সংহতি জানানো দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন: আসিফ নজরুলকে নিয়ে মুখ খুললেন শাওন

মিথিলা বলেন, আমরা এখন একটা নতুন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যা আগে কখনো দেখিনি। এই সময়ে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই আমাদের মধ্যে যেন বিভক্তির সৃষ্টি না হয়। দেশের অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে। এমন কাজকে আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। নিন্দনীয় অরাজকতায় অশান্তির সৃষ্টি হয়েছে। আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। কিন্তু এসবের মাঝে আশার আলো জাগিয়েছে এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি।

আরো পড়ুন: দেশ ছাড়লেন ববিতা

তিনি আরও বলেন, রাতে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দুর্বত্তদের রুখে দিতে দেশের মানুষ একতাবদ্ধ হয়ে লড়ছে। পাড়ায় পাড়ায়, প্রতিবেশীরা একত্র হয়ে ডাকাত প্রতিহিত করছে। এই একতার বাংলাদেশটাই আমরা চাই। বাংলাদেশের মানুষ ভীষণ একতাবদ্ধ। এই একতা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একতার শক্তি দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেখানে শুধু সাম্য, সমতা থাকবে। কোনো বিভক্তি থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App