×

বিনোদন

ইউটিউবে আসছে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৪৫ পিএম

ইউটিউবে আসছে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’

ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু

দুই বাংলার রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী রবিবার (১৮ অক্টোবর)। এ উপলক্ষে কলকাতার সহজিয়া ব্যান্ডের মূলগায়ক এবং সংগীতপরিচালক দেব চৌধুরী ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ প্রকাশ করছেন।

তিনি জানান, ২০১৮ সালে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার রাতে দেব তার কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরের দিনই কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে শিল্পীর স্মরণে গানটি দেব নিজে লাইভে গান।

আইয়ুব বাচ্চুর স্মরণে সেই গানটি ইউটিউবে রিলিজ হচ্ছে। গানের কথা, সুর, কণ্ঠ দেব চৌধুরী। মিউজিক ডিজাইন এবং অ্যারেঞ্জমেন্ট করেছেন রুদ্রনীল চৌধুরী, সিনেমাটোগ্রাফি সুমন সরকার, ভিডিও এডিটিং অভিষেক প্রধান, সহযোগিতায় সুস্মিতা, সুতনুকা, সুপ্রতীম, অংশু এবং নিবেদনে সিনে লাইভ মিডিয়া।

দেব চৌধুরী আরো বলেন, আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে। এই গানটির মধ্য দিয়ে আমি শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App