ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ডিবি কার্যালয়ে মারজুক রাসেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম
মারজুক রাসেল
জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে খোলা একটি পেজ থেকে প্রায়ই সরকারবিরোধী পোস্ট করা হয়। এসব পোস্টে অসংখ্য লাইক-কমেন্টস দেখা যায়। বিষয়টি নিয়ে বিব্রত এই অভিনেতা।
‘মারজুক রাসেল’ নামের পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে নানা ধরনের পোস্ট করছেন। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রবিবার (২৮ জুলাই) রাজধানীর ডিবি কার্যালয়ে হাজির হন এই অভিনেতা।
আরো পড়ুন: জাজের ঘরে ফিরলেন পূজা
এ সময় গণমাধ্যমকে মারজুক রাসেল বলেন, আমার নাম ও ছবি দিয়ে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি।
তিনি আরও বলেন, যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।
আরো পড়ুন: প্রথমবার ওয়েব সিরিজে তটিনী
প্রসঙ্গত, মারজুক রাসেল নিয়মিত নাটকে অভিনয় করেন। এ ছাড়া লেখালেখিও করেন তিনি। তার অভিনীত নাটক ও গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে।