×

বিনোদন

তুফান-‘২’ কবে আসছে, জানালেন রায়হান রাফী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম

তুফান-‘২’ কবে আসছে, জানালেন রায়হান রাফী

ছবি: সংগৃহীত

এইতো গেলো ঈদুল আজহায় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই একের পর এক রেকর্ড ভাঙা গড়ার মধ্যে দিয়ে রীতিমতো তুফান চালাচ্ছে ছবিটি। শুধু তাই না দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফী নির্মিত ‘তুফান’। চলচিত্রটি ভারতে মুক্তির পর ইতোমধ্যে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিচালক । সেখানে তিনি জানান, তুফানের ৩টি সিক্যুয়েল নির্মাণ করবেন তিনি।

এরপর আবারো ভারতীয় গণমাধ্যমের সামনা-সামনি হলে 'তুফান' এর দ্বিতীয় সিক্যুয়েলে ঠিক কারা থাকছেন ওই বিষয়টি পরিষ্কার করেছেন । রায়হান রাফী বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন। সেখান থেকে মোবাইল ফোনে এ নির্মাতা জানান, তুফান-২ এর আসন্ন চিত্রনাট্য নিয়ে এখনো কিছুটা ঘষামাজার কাজ চলছে। আগামী মাস দুয়েকের মধ্যেই ‘তুফান’-২ সিক্যুয়েলের শ্যুটিং শুরু হতে পারে বলে জানান তিনি।

রাফীর কথায়, ‘এবার আরো বড় পরিসরে আসবে তুফান ছবি। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টালিউডের প্রথম সারির আরো তারকা থাকতে পারেন এই ছবিতে।’

সিকুয়েলে মিমি চক্রবর্তী আছেন কী না, এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।’

বিগত কয়েক মাস ধরে তুফান নিয়ে এদেশ-ওদেশ করে বহু ধকল গেছে নির্মাতার। তারপরও খুশি রায়হান রাফী, কারণ সবমিলিয়ে দর্শকেরা মুখ ফেরাননি ছবিটি নিয়ে। রাফী বলেন, ‘এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের ছবিতে মন দিতে পারব না।‘

তবে আপাতত ধরে নেয়া হচ্ছে, মার্কিন মুলুক থেকে বিশ্রাম শেষ করেই হয়ত দ্রুত তুফানের নতুন সিকুয়েল নিয়ে কাজ শুরু করবেন রায়হান রাফী। এর পর শ্যুটিং শুরু হতে আর কতক্ষণ?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App