রাধিকা-অনন্তের বিয়েতে কত টাকা খরচ মুকেশ আম্বানির?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম
বছরের শুরু থেকেই আম্বানি বাড়ির বিয়ে নিয়ে চলছে চর্চা। বংশের ছোট ছেলের বিয়ে নিয়ে প্রবল উত্তেজনা ভারতের সবচেয়ে বিত্তশালী পরিবারের। প্রথমে জামনগর, পরে ইউরোপে। এরপর জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা প্রিওয়েডিং। আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না।
কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদযাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইতালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়া। প্রাক-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তাহলে বিয়েতে কী হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই।
ফোর্বসের রিপোর্ট বলছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি। যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ। মেয়ে ইশার বিয়েতেও এত রুপি খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০-৮০০ কোটি রুপি খরচ হয়েছিল। তবে আয়োজনের দিক থেকে তাক লাগানো বিয়ে এই প্রথম, তা নয়।
এর আগেও এমন অনেক বিয়ে হয়েছে, যা অম্বানিদের সঙ্গে পুরোদস্তুর পাল্লা দেয়। তালিকায় কারা? ১৯৮১ সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং যুবরানি ডায়ানার বিয়ে, গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ বলে মনে করা হয়। রাজপরিবারের বিয়ে। তাই আক্ষরিক অর্থেই রাজকীয় ছিল।
ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি লক্ষ্মী মিত্তাল। ২০০৪ সালে লক্ষ্মীর মেয়ে আনিশা মিত্তালকে বিয়ে করেন ব্যবসায়ী অমিত ভাটিয়া। একমাত্র মেয়ের বিয়েতে ঢেলে খরচ করেছিলেন লক্ষ্মী। আনিশা-অমিতের বিয়ের আয়োজন দেখেও এমনভাবে চোখ ছানাবড়া হয়েছিল অনেকের।
বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল প্যারিসে। এই বিয়ে নিয়েও হইচই পড়ে গিয়েছিল চারদিকে। বিয়ের খরচ থেকে আয়োজনের খুঁটিনাটি সব কিছু নিয়েই একটানা আলোচনা চলেছিল। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ৫৫০ কোটি রুপির ধারকাছে খরচ হয়েছিল।
সুব্রত রায়, লক্ষ্মী মিত্তাল ছাড়াও, অন্য এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী সুনীল ভাসওয়ানির মেয়ের বিয়ের আয়োজনও হইচই ফেলেছিল। স্টালিয়ন গ্রুপের মালিক এবং সংযুক্ত আমিরাতের ব্যবসায়ী সুনীল মেয়ে সোনমের বিয়েতে ঢেলে খরচ করেন।
সোনম বিবাহবন্ধনে আবদ্ধ হন মুম্বাইয়ের ব্যবসায়ী কমল ফাবিয়ানির সাথে। অস্ট্রিয়ার ভিয়েনায় সোনম এবং কমল বিয়ে করেন। সেখানকার বেলভেডিয়ার প্যালেসেই বিয়ে সম্পন্ন হয় তাদের। অতিথি আপ্যায়ন থেকে বরকনের সাজগোজ, খাওয়া-দাওয়া থেকে উদযাপনের খুঁটিনাটি— সব কিছুই বিলাসিতায় মোড়া ছিল। শোনা যায়, সুনীল মেয়ের বিয়েতে প্রায় ২৪০ কোটি রুপি খরচ করেছেন।