×

বিনোদন

বিবারকে জরিয়ে ধরে কেঁদে ফেললেন তরুণী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৯:২২ পিএম

বিবারকে জরিয়ে ধরে কেঁদে ফেললেন তরুণী!

আলাভিরা জাফরি। ছবি: সংগৃহীত

আচমকাই জড়িয়ে ধরলেন পছন্দের গায়ককে। উষ্ণ আলিঙ্গন শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। মঞ্চ থেকে ফিরেই কাঁদকে দেখা গেছে ওই তরুণীকে। চারদিকে তারকার মেলায় মঞ্চে গান গাইছিলেন জাস্টিন বিবার। মুগ্ধ হয়ে শুনছিলেন ২৭ বছরের ওই তরুণী। হঠাৎ তার উদ্দেশে এগিয়ে এলো বিবারের হাত। জাস্টিন বিবার নিজেই তরুণীকে তুলে নিলেন মঞ্চে। নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তরুণী। ঘটনার আকস্মিকতায় জড়িয়ে ধরেন পছন্দের গায়ককে। 

ওই তরুণী আর কেউ নন, তিনি বলিউডের স্টার কিড আলাভিয়া জাফরি। অভিনেতা জাভেদ জাফরির কন্যা। শুক্রবার (৫ জুলাই) রাতে পরিবারের অন্যদের সঙ্গে তিনিও পৌঁছেছিলেন অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী ‘সঙ্গীত’ অনুষ্ঠানে। তবে ওই অনুষ্ঠানে তিনি দাঁড়িয়ে ছিলেন নিতান্তই একজন জাস্টিন বিবারের ভক্ত হিসেবে। আর ঘটনাচক্রে তার কাছেই এগিয়ে এলো প্রিয় গায়কের হাত।

ঘটনার একটি ভিডিও আলাভিয়া ইতোমধ্যেই শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম একাউন্টে। তিনি লিখেছেন, ‘আমার ভেতরের ১৩ বছরের কিশোরীটি চিৎকার করে জেগে উঠেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় থাকেন জাভেদ-কন্যা। তার নানা মুহূর্তও ধরা পড়ে ইন্সটাগ্রামে। সেখানে তার রয়েছে প্রায় ২ লাখ ৮৩ হাজার অনুসারী।

ওইদিন সঙ্গীতানুষ্ঠানে নিজের পরিবারের সঙ্গে গিয়েছিলেন আলাভিয়া। তার ভাই মিজান জাফরিকেও মঞ্চে নাচতে দেখা গেছে। সালমান খান এবং অনন্ত আম্বানির সঙ্গে ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে পা মেলান তিনি। এসময় সঙ্গে ছিলেন, বীর ও শিখর পাহাড়িয়া।

আরো পড়ুন: আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App