×

বিনোদন

অর্ণবের সঙ্গে ডিভোর্স, মুখ খুললেন ইপ্সিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

অর্ণবের সঙ্গে ডিভোর্স, মুখ খুললেন ইপ্সিতা

ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের প্রিয় মুখ অভিনয়শিল্পী অর্ণব ব্যানার্জি ও ইপ্সিতা মুখার্জি। ‘আলো ছায়া’র সেটেই শুরু হয়েছিল দুজনের প্রেম কাহিনি। ২০২২ সালের শুরুতেই বাগদান ও আইনি বিয়ে সারেন এই জুটি। 

এরইমধ্যে অর্ণব-ইপ্সিতার সম্পর্কে তৈরি হয় দূরত্ব। তা মিটিয়েও কাছাকাছি এসেছিলেন তারা। কিন্তু তারপরেও একসঙ্গে পথচলা হল না তাদের।   

টেলিমিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই দুজনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সকল গুঞ্জনকে সত্যি করে শুক্রবার আলাদা হওয়ার কথা জানান অর্ণব। 

তিনি বলেন, ইতোমধ্যেই কাগজে কলমে সম্পর্কের ইতি টেনেছেন তারা।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে মুখ খুলেছেন অভিনেত্রী ইপ্সিতা। অভিনেত্রী বলেন, ‘আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। ডিভোর্সের প্রক্রিয়া চলমান। আমাদের তো সামাজিক বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছিল। সেইমতো আমাদের মিউচুয়াল ডিভোর্স হচ্ছে, জীবনে এইরকম অনেক কিছুই ঘটে।’

সম্প্রতি ‘জল থই থই ভালোবাসা’তে দেবর-বৌদির চরিত্রে ধরা দিয়েছিলেন অর্ণব-ইপ্সিতা। 

আরো পড়ুন: অশ্লীল মন্তব্যে চটেছেন ভাবনা, দিলেন পোস্ট

ডিভোর্সের পর অর্ণবের সঙ্গে আর ওই সিরিয়ালে কাজ করবেন কী না, উত্তরে ইপ্সিতা বলেন, ‘জল থই থই ভালোবাসাতে কাজ করার সময়ই আমাদের সেপারেশনটা হয়। সেটা আগে হলে হয়ত আমি একসঙ্গে কাজ করতাম না। আমার কাছে কাজ সবার আগে। ওয়ার্ক কমিটমেন্টে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

অভিনেত্রী বলেন, ‘মানসিকভাবে অনেক কষ্ট হলেও কাজের জায়গাটায় কাউকে বুঝতে দেইনি, একইরকম ভাবে থেকেছি। বিচ্ছেদটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সিরিয়ালটা তো চলছে, তাই শো মাস্ট গো অন।’

তিনি বলেন, ‘কিছু মানুষের সিদ্ধান্ত মেনে নিতে হয়। জোর করে সম্পর্ক টেকানো যায় না। আমি  অনেক চেষ্টা করেছিলাম। যে-যে রকমভাবে ভালো থাকে, ভালো থাকুক। আমি চাই অর্ণব ভালো থাকুক।’

উল্লেখ্য, অর্ণব-ইপ্সিতা দুজনেই সামাজিক মাধ্যমের পেজ থেকে তাদের সমস্ত ঘনিষ্ঠ ছবি মুছে ফেলেছেন। এমনকি আংটি বদলের ছবিও মুছে ফেলেছেন অর্ণব। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবারের অশান্তি অনেকটা বড় এবং তাদের আবার কাছাকাছি আসার কোনো সম্ভাবনাও নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App