অশ্লীল মন্তব্যে চটেছেন ভাবনা, দিলেন কড়া জবাব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৪:১৫ পিএম
আশনা হাবিব ভাবনা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী। সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরো পড়ুন: কেন অভিনয়ে নেই শাবানা, জানালেন নিজেই
নিত্য নতুন ছবি কিংবা ভিডিও আপলোড দিয়ে এই মাধ্যমে ভক্তদের সঙ্গে আপডেট থাকেন তিনি। তবে প্রায় সময়ই দেখা যায় ট্রল কিংবা বাজে মন্তব্যের শিকার হতে। কিন্তু অনেক সময়ই কিছু না বলে ধৈর্য ধরেন তিনি। তবে এবার আর ছাড় দিলেন না, নিজের ফেসবুক পেজ প্রকাশ করে দিলেন বাজে মন্তব্য করা সেই মানুষটির নাম।
সম্প্রতি ভোরের কাগজে দেওয়া এক সাক্ষাৎকার শেয়ার দিয়েছিলেন কিন্তু সেখানে ‘মামুন মিয়া’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয় ‘আরো একটু নিচু হয়ে বসলে ভালো লাগতো’। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশর্ট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে মামুন মিয়াকে টেগ করে পোস্ট করেন।
ক্যাপশনে লেখেন, এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন। এরপরই নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টে মন্তব্যের ঘরে। যদিও অশ্লিল ইঙ্গিত করা সেই মামুন মিয়া এখনও কোনো মন্তব্য করেন নি।
আরো পড়ুন: আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার?
প্রসঙ্গত, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।