×

বিনোদন

আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার?

ছবি: সংগৃহীত

ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের ভারতে উড়িয়ে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি। বিল গেটস, জাকারবার্গ, রিয়ান্নাদের সরব অংশগ্রহণ ছিল। প্রাক বিয়ের অনুষ্ঠানে হলিউড থেকে গায়ক-গায়িকাদের নিয়ে এসে ছিলেন। 

ইতালি, গুজরাট, জামনগর হয়ে মুম্বাইতে বসেছে প্রাক বিয়ের অনুষ্ঠানের শেষ ধাপের আসর। এবারের আয়োজনে গান শোনাতে দেখা যাবে বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী জাস্টিন বিবারকে। এরইমধ্যে মুম্বাইয়ে চলে এসেছেন জাস্টিন বিবার।

এদিকে অনেকের জানার ইচ্ছা, আম্বানীপুত্রের বিয়েতে গাইতে কত টাকা নিচ্ছেন জাস্টিন বিবাব। এবার মিলল সে উতর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলের বিয়েতে এবার জাস্টিন বিবারকে গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ১০ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৭ কোটি টাকা।

আরো পড়ুন: মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

এর আগে ইতালিতে আয়োজিত প্রাক বিয়ের অনুষ্ঠানে গেয়েছিলেন শাকিরা। তিনিও মোটা অংকের অর্থ নিয়েছিলেন। এ ধরনের আয়োজনে গাইতে ১০-১৫ কোটি রুপি নিলেও আম্বানিপুত্রের বিয়েতে নিয়েছিলেন ৭৫ কোটি রুপি।

৫ জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। এতে পারফর্ম করতে মুম্বাইয়ে আসলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিয়ান্না, দিলজিৎ দোসাঞ্জ, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমাররা। আর এবার মুম্বাইয়ে অনন্ত-রাধিকার সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় এই পপ তারকা।

এদিকে আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। তার আগে বুধবার হয়ে গেল রাধিকার গুজরাটি বিয়ের অন্যতম অংশ। এই অনুষ্ঠানে কনের মামা ভাগ্নিকে মিষ্টিমুখ করান। এই অনুষ্ঠানেও অংশ নেন বলিউড তারকারা। দেখা গেছে জাহ্নবী কাপুর, শিখর পাহাড়িয়ার মতো বলিউডি তারকাদের।

এদিকে ছেলের বিয়ে উপলক্ষে একটি গণ বিয়ের আয়োজন করেছিল আম্বানি দম্পতি। এতে ৫০টির বেশি বিয়ে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত হয়েছিলেন ৮০০ জন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

দুই পুলিশ সদস্য রিমান্ডে

দুই পুলিশ সদস্য রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App