×

বিনোদন

চিকিৎসা পরামর্শ দিয়ে বিপাকে দক্ষিণী নায়িকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১০:৪৫ এএম

চিকিৎসা পরামর্শ দিয়ে বিপাকে দক্ষিণী নায়িকা

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

সমাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে এক চিকিৎসকের তোপের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজশন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী। নেবুলাইজার মাস্ক পরে একটি ছবিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই চিকিৎসা পদ্ধতি সুলভ ও কার্যকরী বলে দাবি করেছিলেন তিনি।

তার এই পরামর্শে বেশ চটেছেন সিরিয়াক অ্যাবি ফিলিপস নামে এক চিকিৎসক। তিনি জানান, এই পদ্ধতি শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। সিরিয়াকের দাবি, সামান্থা স্বাস্থ্য বিষয়ে কিছুই জানেন না। না জেনে এভাবে প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেয়া রীতিমতো অপরাধ। তার শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেন ওই চিকিৎসক।

চিকিৎসকের কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন অভিনেত্রী। সমাজিক যোগাযোগমাধ্যমে লম্বা পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক বছরে নানা রকমের ওষুধ খেয়েছি। আমায় যা যা করতে বলা হয়েছে, সব করেছি। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি এবং নিজেও যতটা সম্ভব গবেষণা করে দেখেছি।’

আরো পড়ুন : যেভাবে নারীদের মন জয় করেন শাহরুখ

অভিনেত্রী তার পোস্টে জানান, তাকে যে চিকিৎসার পরামর্শ প্রথমে দেয়া হয়েছিল সে গুলি বেশ খরচসাপেক্ষ। তাই বিকল্প হিসেবে এই নতুন পদ্ধতির চিকিৎসার সাহায্য নিয়েছেন তিনি। তবে এই নতুন পদ্ধতির চিকিৎসাও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তিনি করেছেন বলে জানান।

আত্মপক্ষ সমর্পণ করে সামান্থা তার পোস্টে লিখেছেন, ‘দিনের শেষে আমরা শিক্ষিত চিকিৎসকদেরই পরামর্শ নিই। এই নতুন পদ্ধতির চিকিৎসার পরামর্শ আমায় একজন অভিজ্ঞ চিকিৎসকই দিয়েছিলেন। ২৫ বছরের অভিজ্ঞতা তার।’

চিকিৎসকের নাম না করে অভিনেত্রী লিখেছেন, এক ভদ্রলোক খুব কড়া ভাষায় আমায় আক্রমণ করেছেন। তিনিও একজন চিকিৎসক। আমার কোনো সন্দেহ নেই যে তিনি আমার থেকে অনেক বেশি জানেন। তার উদ্দেশ্যও সৎ, এই নিয়েও আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এই ধরনের শব্দ তিনি ব্যবহার না করলেও পারতেন। এক জায়গায় তিনি বলেছেন যে আমায় জেলের ভিতর ছুড়ে ফেলা উচিত। মেনে নিলাম, একজন সেলেব্রিটি বলে এটুকু শুনতে হতেই পারে।

অভিনেত্রী আরো লিখেছেন, আমি এক জন সাধারণ মানুষ হিসেবে পোস্টটা করেছি। কোনো সেলেব্রিটি হিসেবে নয়। এই পোস্টটি করে কিন্তু আমি কোনো টাকা পাইনি। নিজে যে চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা অন্যদের জন্য তুলে ধরেছি মাত্র কারণ এই পদ্ধতি তেমন খরচসাপেক্ষ নয়।

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী এই অভিনেত্রী। কখনও সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। বিবাহবিচ্ছেদের পর নাগা ও সামান্থা নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সামান্থা নতুন কোনো সম্পর্কে না জড়ালেও, শোনা যাচ্ছে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রপ্তানি বন্ধ, তবু যে কারণে কমছে না ইলিশের দাম

রপ্তানি বন্ধ, তবু যে কারণে কমছে না ইলিশের দাম

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App