×

বিনোদন

যেভাবে নিজের বাংলো সাজিয়েছেন নওয়াজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:২৩ এএম

যেভাবে নিজের বাংলো সাজিয়েছেন নওয়াজ

যেভাবে নিজের বাংলো সাজিয়েছেন নওয়াজ। ছবি: সংগৃহীত

রাস্তার পাশেই ধবধবে সাদা রঙের একটি বাংলো। সদর দরজাটি সাদা রঙের মার্বেলে মোড়ানো, দরজাটি কাঠের তৈরি। বাংলোর চারদিকে সবুজ গাছপালা। সাদা সবুজের মিশ্রণে তৈরি এই বাংলো দেখলে যে কারোরই মনে হতে পারে এখানে কোন নবাব বসবাস করেন।

তবে নবাব না থাকলেও নবাব নামের এই বাংলোতে বসবাস করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজ তার বাবা নবাবউদ্দিনের নামানুসারেই রেখেছেন বাংলোর নাম । খবর আনন্দবাজারের।

প্রতিবেদনটিতে বলা হয় মুম্বাইয়ের ভারসোভা এলাকায় এই বাংলোটি ১২.৮ কোটি টাকা খরচ করে তৈরি করিয়েছেন এই অভিনেতা। বাংলোটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় ৩ বছর।

কাঠের দরজা দিয়ে নওয়াজের বিলাসবহুল বাংলোর অন্দরমহলে প্রবেশ করলেই দেখা যায় বিশাল হল ঘর। দেওয়ালে সাদা এবং বাদামি রঙের মিশ্রণ। দরজার সামনেই রাখা একটি বিলিয়ার্ড বোর্ড।

নওয়াজের বাংলোয় কোনো ছবিনির্মাতা অথবা অভিনেতা এলে তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন ডাইনিং হলে বসেই। ঘরের এক কোণে রয়েছে ডাইনিং টেবিল এবং চেয়ার। ঘরের মেঝে থেকে কাচের লম্বা জানালা সিলিং ছুঁয়েছে। সাদা রঙের পর্দা দিয়ে সেগুলো ঢাকাও রয়েছে।

সিনেমা দেখার জন্য বাংলোয় একটি আলাদা ঘরের ব্যবস্থা করেছেন নওয়াজ। সেখানে রয়েছে একটি বিশাল বড় টিভি। টেলিভিশনের সামনে আরাম করে বসার জন্য রয়েছে বেশ কয়েকটি সোফা ও চেয়ার। এই ঘরটিকে থিয়েটার রুম হিসাবেই ব্যবহার করেন নওয়াজ। এই থিয়েটারের পাশে রয়েছে খোলা বারান্দা। সিনেমা দেখার পর সাদা-নীল রঙের দেয়ালে ঘেরা বারান্দায় বসে সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা।

পেশায় অভিনেতা আর ঘরে মেকআপ করার জন্য নজরকাড়া ব্যবস্থা না থাকলে তা কি হয়! তাইতো মেকআপ করার জন্য আলাদা ঘর রয়েছে নওয়াজের বাংলোয়। দেয়ালের এক দিক জুড়ে রয়েছে বিশাল আয়না। আয়নার ৪ দিক ঘেরা রয়েছে আলোয়।

গাছপালায় ঘেরা খোলামেলা জায়গাই বেশি পছন্দ করেন নওয়াজ। পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন- ‘বাড়ি এমন একটি জায়গা, যেখানে একবার আসার পর অন্য কোথাও আর যেতে ইচ্ছা করে না। সেখানেই যেন জীবনের সব শান্তি পাওয়া যায়।’

বন্ধুবান্ধবের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন নওয়াজ। আড্ডা দেয়ার জন্য বাংলোর ছাদকে বেছে নিয়েছেন তিনি। সাদা রেলিং দিয়ে ঘেরা ছাদে রয়েছে বসার জায়গা। চারদিকে রয়েছে রংবেরঙের ফুলের গাছ।

বিছানায় সাদা রঙের চাদর, ঘরে সাদা রঙের পর্দা। পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই ঘর থেকে বাইরের দিকে তাকালেই চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাই নিজের বেডরুমটি তার কাছে অনেক প্রিয়।

নওয়াজের বাংলোয় দু’টি ডাইনিং রুমসহ মোট ৯টি ঘর রয়েছে। সমস্ত ঘরের মধ্যে যে ঘরটি আয়তনে সবচেয়ে ছোট, সেই ঘরটিতেই থাকেন অভিনেতা।

সাক্ষাৎকারে নওয়াজ বলেন- ‘আমার বন্ধুরা আমাকে বার বার বলত যে, কোনো গৃহসজ্জাশিল্পীকে ডেকে যেন আমি ঘর সাজাই। কিন্তু আমি নিজেই পুরো বাংলো সাজিয়েছি।’ 

ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন অভিনেতা। সেখানকার বারান্দার সজ্জার ছাপই তার বাংলোর হলঘরে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

বই পড়তে খুব ভালবাসেন নওয়াজ। তাই হলঘরের একটি দেওয়াল জুড়ে রয়েছে বইয়ের তাক। ‘হ্যামলেট’, ‘ওথেলো’র মতো যে নাটকগুলিতে নওয়াজ অভিনয় করেছেন, সেই নাটকগুলির বিভিন্ন দৃশ্য ফোটোফ্রেমে বন্দি করে বসার ঘরে ঝুলিয়ে রেখেছেন অভিনেতা। জনপ্রিয় থিয়েটারশিল্পী কোনস্তানতিন স্টানিসলাওস্কির পোস্টারও রয়েছে সেই ঘরে।

সারা বাংলো বিলাসবহুলতায় মোড়া থাকলেও মধ্যবিত্ত পরিবারের বাড়ির রান্নাঘর যেমন হয়, নওয়াজের বাংলোর রান্নাঘরেও সেই ছবি ফুটে ওঠে। স্টিলের বাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারদিকে। ছিমছাম রান্নাঘরে রয়েছে একটি বসার জায়গাও।

ঘরের মেঝে থেকে শুরু করে রেলিং, ঘরের প্রতিটি স্তম্ভের নকশায় ফুটে উঠেছে নওয়াজের শৈশবের স্মৃতি। উত্তরপ্রদেশের বুধানার একটি ছোট শহরে বাবা-মায়ের সঙ্গে থাকতেন অভিনেতা। তাদের বাড়ির প্রতিটি রেলিংয়ে জালের নকশা কাটা থাকত। দেয়ালের কোণে নকশা করে খাঁজও কাটা থাকত। এগুলির পাশাপাশি সেই বাড়ির মেঝের নকশাও নওয়াজ তার বাংলোয় ফুটিয়ে তুলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে এবার রাশিয়ার উদ্যোগ!

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে এবার রাশিয়ার উদ্যোগ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App