×

বিনোদন

ধর্ষিতার চরিত্রে কারিনা, সঙ্গে আয়ুষ্মান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৯:৫৯ এএম

ধর্ষিতার চরিত্রে কারিনা, সঙ্গে আয়ুষ্মান

কারিনা কাপুর খান এবং আয়ুষ্মান খুরানা। ছবি : সংগৃহীত

সত্য ঘটনা অবলম্বনে বলিউডে ছবি তৈরি এখন বেশ ট্রেডিং। দর্শক মহলেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে তা। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজার , 'তলওয়ার', 'রাজি', 'ছপক' এবং সম্প্রতি 'স্যাম বাহাদুর'-এর মতো প্রশংসিত এবং সফল চলচ্চিত্রগুলির জন্য পরিচিত। 

তিনি ২০১৯ সালের কিছু সত্য ঘটনার উপর ভিত্তি করে ছবি তৈরি করবেন। পরিচালকের আগামী ছবির বিষয় হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ড। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর খান। তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আয়ুষ্মান খুরানা।

মেঘনা গুলজার তার গল্পকে সুন্দরভাবে চলচ্চিত্রে তুলে ধরার জন্য সুপরিচিত। সংবেদনশীল ঘটনার সঙ্গে বাস্তব ঘটনাগুলিকে তিনি বরাবর তুলে ধরেছেন পর্দায়। তার পরিচালনায় ভিকি কৌশল অভিনীত 'স্যাম বাহাদুর' সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন : বছরের সবচেয়ে দামি নায়িকা দীপিকা

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা ও আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তা চলছে মেঘনার। এই বছরের শেষের দিকে ছবিটির কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে এবং বাকি কাস্টিংও চলছে। ২০১৯ সালের ভয়াবহ হায়দরাবাদ ধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি। শোনা যাচ্ছে, মামলার বিবরণ দেখে হতবাক হয়েছিলেন অভিনেতারাও।

প্রতিবেদনের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘মেঘনা গত কয়েক বছর ধরে এই বিষয়ে তার সমস্ত গবেষণা করেছেন এবং তার চিত্রনাট্যের জন্য একটি শক্তিশালী উৎস উপাদান রয়েছে। এমনকী করিনা এবং আয়ুষ্মানও এই বিশেষ প্রকল্পে যুক্ত হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।’

তবে আয়ুষ্মান কিংবা কারিনা কেউই এখনো ডটেড লাইনে স্বাক্ষর করেননি। নির্মাতারা এই বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু করবেন এবং ২০২৫ সালের মধ্যে ছবিটি প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

সম্প্রতি কারিনা কপুর খানকে দেখা গিয়েছে 'ক্রু' ছবিতে। ছবিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। এছাড়াও অজয় দেবগনের 'সিংহম এগেইন'-এও দেখা যাবে তাকে। অপরদিকে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে সানি দেওলের 'বর্ডার ২'-এ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্যও তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে কানাঘুষো চলছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু নিশ্চিত খবর মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App