×

বিনোদন

বাবা হত্যার বিচার পেয়েও কেনো নিশ্চুপ লামিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৬:০০ পিএম

বাবা হত্যার বিচার পেয়েও কেনো নিশ্চুপ লামিয়া

ছবি: সংগৃহীত

নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের খালাস দেয়া হয়েছে। 

দীর্ঘ ২৫ বছর পর বৃহস্পতিবার (৯ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তীর আদালত এই মামলার রায় দিয়েছেন।

এই রায় নিয়ে কী ভাবছে সোহেল চৌধুরীর পরিবার? বিষয়টি জানার জন্য তার কন্যা লামিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। বরং তিনি বলেন, আমি একটি সিনেমা নির্মাণে হাত দিয়েছি। এই মুহূর্তে সেটার কাজে ব্যস্ত আছি। এটা নিয়ে কিছু জানতে চাইলে বলতে পারি।

লামিয়া বলেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। তারা (অপরাধীরা) যেটা করেছে, সেটার জবাব তাদেরই দিতে হবে। তাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক- বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। বাস্তবতা নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App