×

বিনোদন

লন্ডনে প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১০ পিএম

লন্ডনে প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

সিনেমার একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে ৪ জুন (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিটে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন আর্টস ওয়ান বিল্ডিং এ প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’।

ঢাকা শহরে বিলকিস-শাহাদাত দুটো চরিত্রের দেখা হয় রাতের বেলা এক বাস স্টপে। শুরু হয় গল্প। বিলকিস চরিত্রে অভিনয় করেছে সাদিয়া মাহি এবং শাহাদাত চরিত্রে অভিনয় করেছে অভিনেতা মীর রাব্বি। পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে শর্ট ফিল্মটি। প্যাসেঞ্জার নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

প্যাসেঞ্জার ইতোমধ্যেই ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট স্টোরি’ এওয়ার্ড জিতেছে।

এর আগে গত বছর, অ্যানিমেটেড এক্সপ্রেশন এক্সপো ২০২৩, ফ্রান্স; ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন ২০২৩, ইউকে;  গ্লোবাল নেটওয়ার্ক, ইউকের পরিচালনায় লিফ্ট-অফ ফার্স্ট-টাইম ফিল্মমেকার সেশন-২০২৩ লিফ্ট; আনস্পুলড ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ফেস্টিভ্যাল, ইউএসএ; অনারেবল মেনশন ক্যাটাগরিতে স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল (এসডব্লিউআইএফএফ), ইউএসএ; হলিউড গেরিলা ফিল্ম ফেস্টিভ্যাল, ইউএসএ; ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালি; সাসেক্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউকে; কার্দিসা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল; গ্রীস; ভার্সিটি ফিল্ম এক্সপো, জিম্বাবুয়েসহ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পুরস্কৃত হয়েছে ইউরোপিয়ান ইন্ট্যারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App