×

বিনোদন

যেভাবে গ্রেপ্তার হলেন সাহিল খান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম

যেভাবে গ্রেপ্তার হলেন সাহিল খান!

ছবি: সংগৃহীত

মহাদেব বেটিং অ্যাপ মামলায় জড়িত থাকার অভিযোগে ভারতের ছত্তিশগড় থেকে অভিনেতা ও ফিটনেস ইনফ্লুয়েন্সার সাহিল খানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

স্টাইল,এক্সকিউজ মি সিনেমার মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে এসেছিলেন সাহিল খান। তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু বলিউডের এ অভিনেতা এবার সংবাদের শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে। কয়েকদিন আগে মুম্বাই হাইকোর্ট অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর থেকেই ‘পলাতক’ ছিলেন সাহিল খান। অবশেষে মুম্বাই পুলিশের সাইবার সেলের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ছত্তিশগড় থেকে তাকে গ্রেপ্তার করে।

২০২২ সালে অনলাইন গেমিং জুয়ায় জড়িয়েছে একাধিক বলিউড স্টারের নাম। সে তালিকায় ছিলেন সাহিল খানও। ঘটনার জেরে হওয়া একটি মামলায় সাহিলকে ছত্তীসগঢ় থেকে গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তারের পরপরই এ অভিনেতার পক্ষে মুম্বাইয়ে উচ্চ আদালতে একটি জামিন আবেদন করা হলেও সেটি খারিজ করে দিয়েছে আদালত। গত বছর এই ‘অনলাইন গেমিং অ্যাপে’ জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাহিলকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ।

অভিযুক্ত সাহিল অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন- একজন তারকা হিসেবে তিনি ‘কেবল ব্র্যান্ড প্রোমোটারের’ কাজ করেছেন। ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারি সম্পর্কে তিনি কিছুই জানেন না। যদিও অভিনেতার এমন কথায় মোটেই গুরুত্ব দেয়নি আদালত।

বিচারপতি এসভি কোতওয়ালের একক বেঞ্চ জানিয়েছে, এই অ্যাপের সব কার্যক্রমই বেআইনি। এতে বিপুল পরিমাণ অর্থ জড়িত রয়েছে। এর জন্য ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়। এমনকি ভুয়া সিম কার্ডও ব্যবহার করা হয়। বর্তমানে এই অ্যাপচালক হিসেবে সাহিল খানের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলাও করা হয়েছে। 

জানা গেছে- খিলাড়ি নামে একটি বেআইনি অ্যাপ চালানোর জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App