×

বিনোদন

বেইজিং চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরিবোর্ড ঘোষণা

Icon

কুদরত উল্লাহ

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম

বেইজিং চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরিবোর্ড ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী মাসে শুরু হচ্ছে ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ‘থিয়েনথান পুরস্কার’ বরাবরই সবার নজর কাড়ে।

শুক্রবার (২৯ মার্চ) ‘থিয়েনথান পুরস্কারের’ আন্তর্জাতিক জুরিবোর্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সার্বিয়ার বিখ্যাত পরিচালক এমির কুস্তুরিকা জুরিবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুরিবোর্ডের ছয়জন সদস্য যথাক্রমে অস্ট্রেলিয়ার মুভির সাউন্ড ডিজাইনার ডেভিড ওয়াইটার, চীনা বংশোদ্ভূত প্রবাসী ক্রিস ফিলিপস, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনার, ব্রাজিলের পরিচালক কার্লোস সালদানহা এবং চীনা অভিনেত্রী মা লি ও অভিনেতা চু ই লোং।

প্রসঙ্গত, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া এবং এশিয়ার সাতজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নিয়ে গঠিত একটি নির্বাচন কমিটি যৌথভাবে আসন্ন ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চলাকালীন ‘থিয়েনথান পুরস্কারের’ সেরা দশটি পুরস্কার নির্বাচন করবেন।

সূত্র: সিআরআই বাংলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App