×

বিনোদন

গভীর রাতে অপূর্ব ও আলফা আইয়ের মধ্যে সমঝোতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০১:৩৬ পিএম

গভীর রাতে অপূর্ব ও আলফা আইয়ের মধ্যে সমঝোতা

ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের সঙ্গে অভিনেতা অপূর্বর বিবাদের অবসান হয়েছে। প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘের হস্তক্ষেপে তাদের মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান হয়।

শনিবার (১৬ মার্চ) মধ্যরাত পর্যন্ত চলা সভার পর সমাধান হয় বিষয়টির। এরপর অপূর্ব ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল একসঙ্গে হাসিমুখে ছবিও তোলেন।


টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যকার সংঘটিত কাজের চুক্তিবিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে উভয় পক্ষই প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘের কাছে অভিযোগ করে। তারই পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ ২০২৪ তারিখে দুই পক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে, চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেনি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছে। সেক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ, তা উভয় পক্ষ সমন্বয় করে নেবে।


সেখানে আরও বলা হয়, উদ্ভূত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তিবিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে।

">

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App