×

বিনোদন

২৬ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের ফুলশয্যা, যা বললেন অভিনেত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১২:১০ এএম

২৬ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের ফুলশয্যা, যা বললেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

বহুদিন ধরেই প্রেম-বিয়ের গুঞ্জন উড়ছিল টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বয়সে ২৬ বছরের ছোট শ্রীময়ীর গলাতেই মালা পড়ালেন কাঞ্চন। গত শনিবার (২ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান। 

এ মুহূর্তে বিধায়ক-অভিনেতার টালিগঞ্জের ফ্ল্যাটেই সংসার পেতেছেন শ্রীময়ী। রবিবার (৩ মার্চ) ছিলো কালরাত্রি, সোমবার (৪ মার্চ) বৌভাত ও ফুলশয্যা ও সকালে ছিলো ভাত-কাপড়ের অনুষ্ঠান। 

এদিকে নতুন জীবনে পা দিয়েই পদবি বদলে ফেলেছেন শ্রীময়ী । নিজেকে বার কয়েক ‘মিসেস মল্লিক’ বলে সম্বোধনও করছেন। স্থানীয় একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘কাঞ্চন আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, একটু চা-ও বানাতে দিচ্ছে না। বলছে, শুধু বিশ্রাম নাও, আর মুগ্ধ হয়ে দেখছে।’ 

বুধবার (৬ মার্চ) কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের অনুষ্ঠান। এ মুহূর্তে নতুন স্ত্রীকেই গোটা সময়টা দিচ্ছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন। স্ত্রীকে শুধুই আরাম করার পরামর্শ দিয়েছেন। শ্রীময়ীর কথায়, ‘আমাকে ও এবং ওর দাদা-বৌদি কেউই কোনো কাজ করতে দিচ্ছেন না। তবে সোমবার (৪ মার্চ) ঘরোয়া বৌভাত, খানিক জোর করেই বলেছি, রাতে মাংস রান্না করবো ও মটন বিরিয়ানি হবে।’ 

শ্রীময়ীর কথায়, আমাকে মুগ্ধ হয়ে দেখছে আর কাঞ্চন বলছে, ‘বিয়ের পর তোকে অদ্ভুত সুন্দর লাগছে’। আসলে বিয়ের আগে তো প্রেমটা করিনি, আমরা সব সময় আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। এখন প্রেম করার সুযোগ পাচ্ছি।’ 

প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের এটা তৃতীয় বিয়ে। এর আগে দুটি বিয়ে ভেঙেছে বিধায়ক-অভিনেতার। শ্রীময়ীর সঙ্গে বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন কাঞ্চন। যদিও তা প্রকাশ্যে আনেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। কাঞ্চনের বাড়ীর পুজো থেকে তার ছবির প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়। তবে তখনো তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন। এরপর ১০ জানুয়ারি কাঞ্চন ও পিঙ্কির ডিভোর্সের পর ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন আইনিভাবে বিয়ে সারেন শ্রীময়ীর সঙ্গে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App