×

বিনোদন

এগিয়ে যাচ্ছেন কাব্যিক পলাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

এগিয়ে যাচ্ছেন কাব্যিক পলাশ

কাব্যিক পলাশ

কখনো ‘আমি এক এমন পাখি’, কখনও আবার ‘রাগ কইরো না মনের মানুষ’, ‘প্রেম করে দিলা না’, ‘ওই পারেতে বন্ধুর বাড়ি’, ‘কাদছে বুড়িগঙ্গা’, ‘প্রথম প্রেম’, অথবা ‘কাছে থেকেও দূরে দূরে রই’ এর মতো একের পর এক জনপ্রিয় গান দিয়েই যাচ্ছে দর্শক শ্রোতাদের।

এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘আমি এক এমন পাখি’, গানটি কাব্যিক পলাশের লেখা ও সুর করা, গেয়েছেন ‘সাথী খান’, মিউজিক করেছে ‘আদিব কবির’।

তারপর জনপ্রিয়তা পেয়েছে ‘রাগ কইরো না মনের মানুষ’, কাব্যিক পলাশের লেখা ও সুর করা এই গান টা গেয়েছে ‘শিল্পী বিশ্বাস’, সংগীত আয়োজন করেছে নিরু।

এছাড়াও জনপ্রিয়তা পেয়েছে কাব্যিক পলাশ ও ইয়াসিন হোসেন নিরুর যৌথভাবে লেখা সুকুমার বাউলের গাওয়া গান ‘প্রেম করে মন দিলা না’, এই গান টার সুর ও সংগীত আয়োজন করেছে নিরু।

কাব্যিক পলাশের লেখা ও সুর করা ‘ওই পারেতে বন্ধুর বাড়ি’ গানটাও  আলোচনায় ছিলো। গানটি গেয়েছেন ‘লায়লা’ সংগীত আয়োজন করেছে নিরু।

চলতি বছর ২০২৪ নিয়ে কথা বললে জানা যায় কাব্যিক পলাশের লেখা ও সুর করা অজস্র গান আসবে এই বছরে, এবং গান গুলো দেশের খ্যাতনামা সংগীত শিল্পীরা গাইবেন।

প্রসঙ্গত, ভাগ্য সহায় থাকলে ২০২৩ এর মতো ২০২৪ ও হয়তো তাহলে কাব্যিক পলাশের হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App