×

বিনোদন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক পলাশ মণি দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন পরিচালক পলাশ মণি দাস

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা সম্প্রতি রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০২৪) প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের প্রেক্ষিতে এবছর শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারে ভূষিত হন পরিচালক পলাশ মণি দাস। এ সময় তার হাতে পুরস্কার তুলে দেন মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’

ট্রাবের উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহিউদ্দীন মহারাজ এমপি, সাবেক আইজিপি- একেএম শহীদুল হক, রাজউকের চেয়ারম্যান- আনিসুর রহমান মিঞা, বিজিএমইএ সভাপতি- ফারুক হাসান, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনন- ড. মো. জাহাঙ্গীর আলম, বিলাল হক, চেয়ারম্যান-নন্দন  পার্ক, ড. মো. সাদী-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, রাজু আলীম, কবি ও সাংবাদিক ব্যক্তিত্বসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা- রেদুয়ান খন্দকার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল চ্যানেল আই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App