×

বিনোদন

‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টে ইভানের সিনেমা ‘গ্রীন পাসপোর্ট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম

‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টে ইভানের সিনেমা ‘গ্রীন পাসপোর্ট’

ছবি: সংগৃহীত

বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টে নির্মাতা ইভান মনোয়ার এর ছবি ‘গ্রীন পাসপোর্ট’ ফিল্ম ল্যাব গ্র‍্যান্ট পেয়েছেন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আটকে পড়া পাকিস্তানীদের নিয়ে গল্পটা। নির্মাতা ইভান মনোয়ার’র সাম্প্রতিক ছবি ‘প্যাসেঞ্জার’ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট ২০২৪- এ দেখানো হলো।

দর্শক এপ্রিশিয়েশন ছিলো বেশ চমৎকার। সম্প্রতি তিনি ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট এ বেস্ট এওয়ার্ড পেয়েছেন। ‘দেখা না দেখা’, দ’তে দৃশ্য, বনলতা, হ্যালো, সোহানা; আঙুলসহ বেশকিছু ছোট ছবি বানিয়েছেন তিনি। শাওমি ইমাজেরি অ্যাওয়ার্ড ২০২৩-র জন্য মনোনীত হয়েছেন তিনি। ‘ফাউল’ নামে একটি ছবি বানিয়েছেন এই উৎসবের জন্য। যা চায়নাতে গ্লোবালি প্রদর্শিত হবে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এখন আমার পাইপ লাইনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নভেরা’ ও ‘মায়া’ রয়েছে। নভেরা ও মায়া শুটের আগেই ছোট ছবি’র প্রজেক্টগুলো শুট শেষ করবো। আজকাল প্রতিদিন সকালে বিহারী ক্যাম্পে যাই রাতে বাসায় ফিরি। চলছে, ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টের ছবি ‘গ্রীন পাসপোর্ট’র লোকেশন রেকি ও চিত্রনাট্য লিখবার কাজ। গল্পটা চমৎকারভাবে একটু ভিন্ন ভঙ্গিতে বলতে চাই। মুন্না- শবনমের গল্প গ্রীন পাসপোর্ট। এই গল্পটা মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে আটকে পড়া প্রতিটি মানুষের গল্প। তাদের অস্তিত্বের গল্প, তাদের আবেগ-অনুভূতির গল্প, তাদের স্বপ্নের গল্প। যে স্বপ্নের ভেতরে আমরাও ঢুঁকে পড়েছি চরিত্র হয়ে।’


তিনি আরও বলেন, ‘বিটিভির মতো প্রতিষ্ঠান যখন ছোট ছবি বানানোর মতো উদ্যোগ গ্রহণ করে তখন সাধুবাদ জানাতেই হয়। 'ছোট ছবি, বড় স্বপ্ন' প্রজেক্ট'টিতে মেন্টর হিসেবে রয়েছেন স্বনামধন্য নির্মাতা নুরুল আলম আতিক ও অভিনেতা মনোজ প্রামাণিক। বিটিভির নবীন সিনেমা প্রকল্পে দর্শক বেশকিছু ভালো ছবি দেখতে পাবেন খুব শিগগিরই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App