×

বিনোদন

কেমন হলো গায়িকা পরিণীতির প্রথম লাইভ শো?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম

কেমন হলো গায়িকা পরিণীতির প্রথম লাইভ শো?

মুম্বাই থেকে দিল্লি, দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত পরিণীতি চোপড়া। তার কর্মজীবন মুম্বাইতে। কিন্তু বিয়ে করেছেন রাজনীতিককে। শ্বশুরবাড়ি দিল্লিতে। ক্রমাগত দুই শহরে যাতায়াত লেগেই রয়েছে তার। তবে বিয়ের পর বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি প্রিয়ঙ্কা চোপড়ার বোন। ছবির প্রচার থেকে ফ্যাশন সংক্রান্ত নানা অনুষ্ঠানে দেখা গেছে পরিণীতিকে।

তবে তাতে তেমন কপাল ফেরেনি অভিনেত্রীর। অভিনেত্রী হিসেবে তার কাজ বরাবর প্রশংসিত হলেও গত কয়েক বছরে বক্স অফিসে কামাল করতে পারেনি তার ছবিগুলি। তাই এবার গানকেই পেশা বেছে নিলেন অভিনেত্রী। নতুন বছরে মঞ্চে পারফর্ম করলেন পরিণীতি। মুম্বাইয়ে ছিল তাঁর প্রথম শো। অসম্ভব চাপ অনুভব করছিলেন। তবে স্বামীর এক ফোনেই চাঙ্গা তিনি।

অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তাঁর গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গানের ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। 

তবে এবার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা। সেই সময় ফোন আসে রাঘবের। ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। তখনই রাঘব বলেন, ‘‘তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।’’

স্বামীর সঙ্গে কথোপকথোনের এই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম শো ভাল ভাল মিটেছে। খুব শীঘ্রই আসতে চলেছে তার প্রথম অ্যালবাম। দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘গান আমার জীবনের সবচেয়ে ভালবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App