×

বিনোদন

ক্ষমা চাইলেন রাহাত ফতেহ আলী খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম

ক্ষমা চাইলেন রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান

সুর দিয়ে বশে রাখেন উপমহাদেশ। কণ্ঠের মাধুর্য ভেঙেছে কাঁটাতার। দেশ-বিদেশে তার আলোচনায় থাকার একমাত্র কারণ সংগীত। এবার ঘটল ভিন্ন ঘটনা। আলোচনায় এলেন ঠিকই তবে প্রশংসিত না, বিতর্কিত হয়ে। বলছিলাম উপমহাদেশের প্রখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খানের কথা। ছাত্রকে জুতাপেটা করে বিতর্কিত হয়েছেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) রাতে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, এক যুবককে থাপ্পড় ও লাথি মারছেন রাহাত। এমনকি জুতা দিয়ে তাকে মারতেও দেখা গেছে। এ সময় ভিকটিম তাকে না মারার জন্য অনুরোধ করেন। পরে কয়েকজন এসে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।

জানা গেছে, ওই যুবক রাহাত ফতেহ আলি খানের বাড়িতে কাজ করেন। পানির বোতল কোথায়, তা নিয়ে নিজের কর্মচারীকে এভাবে নির্দয়ভাবে মারধোর করেন গায়ক। একের পর এক চড় মারেন। এমনকী, পায়ের জুতো খুলে তা দিয়েও আঘাত করেন ক্রমাগত। পরে কয়েকজন এসে রাহাত ফতেহ আলি খানের হাত থেকে ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন।

এদিকে তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এ ঘটনাকে রাহাত ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করছেন! নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তা দেন তিনি। বলেন, ‘এটা শিক্ষক ও ছাত্রের অভ্যন্তরীণ বিষয়। আমরা একজন ছাত্রকে ভালো কাজের জন্য ভালোবাসি, সেইসঙ্গে সে ভুল করলে তাকে শাস্তি দিই।’

তিনি আরও বলেন, ‘আমি পানির বোতলের কথা ভুলে গিয়েছিলাম; যা আমার পীর দিয়েছিলেন। তবে এ ঘটনায় আমি আমার ছাত্র নাভিদ হুসনাইনের কাছে ক্ষমাও চেয়েছি।’

এদিকে মারধরের শিকার ওই ছাত্র বলেন, ‘বোতলটিতে আধ্যাত্মিক নেতার (পীর) দেওয়া পানি ছিল, যা তিনি ভুলভাবে ফেলেছিলেন।’

যোগ করে বলেন, ‘রাহাত ফতেহ আলী খান আমার বাবার মতো, আমার শিক্ষক। আল্লাহ জানেন, তিনি আমাদের কতটা ভালোবাসেন। যেই এটা করেছে, সে শুধু আমার শিক্ষককে ব্ল্যাকমেইল করেছে তার মানহানির জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App