×

বিনোদন

‘বক্স অফিসের কথা মাথায় রেখে আমি সিনেমা বানাই না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম

‘বক্স অফিসের কথা মাথায় রেখে আমি সিনেমা বানাই না’

রাজ কুমার হিরানি

‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার মতো ব্যবসা করেনি ‘ডানকি’। কিন্তিু তবুও সন্তুষ প্রকাশ করেছেন নির্মাতা রাজ কুমার হিরানি। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বক্স অফিসের কথা মাথায় রেখে আমি সিনেমা বানাই না।’

সংবাদমাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে পরিচালক জানান, ‘সিনেমার বাণিজ্যিক সাফল্য আমার কাছে জরুরি, কিন্তু কেবল সেখানেরই আমার ফোকাস নয়। কারণ যদি তুমি কেবল সেটির উপরেই জোর দাও তাহলে যে গল্পটি তুমি বলতে চাইছ সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না। একটা সিনেমা বানাতে আমার ৩ থেকে ৪ বছর সময় লাগে। এবার ৫ বছর লাগলো! আমি ভাগ্যের হাতেই সিনেমার ভবিষ্যৎ ছেড়ে দেই। কখনো তোমার সিনেমা সবার ভালো লাগবে, কখনো একটা নির্দিষ্ট শ্রেণির দর্শকের।’

হিরানি আরও বলেন, ‘এটি একটি ভারতীয় গল্প, যা বলিউডে আগে কখনো কেউ বলেনি। আমি এই সিনেমার পরে যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে সন্তুষ্ট। কখনো বাঁধভাঙা সাফল্য আসবে, কখনো একটু অন্যরকম আসবে এটাই তো স্বাভাবিক। তবে সিনেমা হিসেবে আমি এটিকে সফলই ভাবছি, কারণ অনেক দর্শক এটি দেখতে যাচ্ছে এবং তাদের ভালো লাগছে। বক্স অফিস নম্বর নিয়ে মাথাব্যথার কোন কারণ নেই।’

প্রসঙ্গত, মুক্তির পর থেকে ৮ দিনে ডানকি বিশ্বব্যাপী ৩২৩ কোটি রুপি আয় করেছে ইতিমধ্যে। সিনেমাতে শাহরুকের সঙ্গে আরো অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, শতীশ শাহ ও ধর্মেন্দ্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App