×

বিনোদন

যে কারণে চুক্তির দুদিনের মধ্যেই বাদ পড়লেন অপু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৯:০৫ পিএম

সরকারি অনুদান পাওয়ার পর থেকেই প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস তার 'আশীর্বাদ' ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলেন। অবশেষে গত রোববার (১৫ আগস্ট) অপু বিশ্বাসকে চূড়ান্ত করেন। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়। কিন্তু শেষ পর্যন্ত এ ছবিতে অপুকে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

কারণ হিসেবে প্রযোজক জে‌নিফার বলেন, 'অপু বিশ্বাসকে এ ছবির জন্য চুক্তিবদ্ধ করা হলেও অপেশাদারিত্ব কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।'

'অপুকে বারণ করা হলেও তিনি অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে আমা‌দের চু‌ক্তিবদ্ধ হওয়ার ছবি এবং আমার করা ভিডিও তার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে আপলোড দি‌য়ে‌ছেন। এমনকি আমার সঙ্গে আ‌লোচনা ছাড়াই গণমাধ্যমে বিভিন্ন তথ্য দিচ্ছেন। আমি প্র‌যোজক, ব্যবসা‌য়িক স্বা‌র্থে প্রচারণার বিষয়‌টি নিয়ন্ত্রণ করার অ‌ধিকার নিশ্চয়ই আমার আছে। কিন্তু পেশাদারিত্বের এই বিষয়টি রক্ষা করতে পারেননি অপু।'

তবে এ ব্যাপারে অপু দাবি করেন, তিনি বাদ পড়েননি। নিজেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তার বক্তব্য, ‘আমি নি‌জেই ব্যক্তিগত কারণে ছ‌বি‌টি ছে‌ড়ে দি‌য়েছি। আমা‌কে ছবিটিতে অভিনয় করার বিপরীতে কিছু শর্ত দেয়া হয়েছে, যা ক্যা‌রিয়া‌রের এই সম‌য়ে এ‌সে মানা সম্ভব নয়। এটা আমার কাছে একজন অভিনেত্রী হিসেবে অপমানের মনে হয়েছে। তাই প্র‌যোজক‌ ও পরিচালকের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই জানিয়ে দিয়েছি ছবিটি আমার পক্ষে করা সম্ভব নয়। ক্যারিয়ারে এটা স্বাভাবিক ঘটনা। একে নিয়ে জল ঘোলা না করার অনুরোধ রইলো সবার কাছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App