×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

বিনোদন

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০১:৩৩ পিএম

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

বিক্যাত মুন ওয়াক দিচ্ছেন মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ ফাইল ছবি

চোখের আড়ালে ১১ বছরে মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন/ফাইল ছবি

২০০৯ সালের ২৫ জুন। হঠাৎ আমেরিকা থেকে খবর এল তিনি নেই! কে তিনি? পপ সাম্রাজ্য যার একার কাঁধে! সেই পপ সাম্রাজ্যের অধিপতি মাইকেল জ্যাকসন আর নেই। মাইকেল জ্যাকসন চেয়েছিলেন দেড়শ বছর বাঁচতে। কিন্তু তিনি তো বাঁচতে পারেননি। তাই বলে কি মাইকেল জ্যাকসনের অবসান ঘটেছে। তার মতো কিংবদন্তিদের অবসান ঘটে? বিশ্ব পপ জগতের সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়ানের ১১ বছর হলো আজ। মাইকেল জ্যাকসনরা মরে না। তারা মানুষের হৃদয়ে অমর হয়ে রয়। মাইকেল ভক্তদের বিশ্বাস এখনো বেঁচে আছেন তিনি। খ্যাতি আর সাফল্যের মায়াজালে তিনি নিঃসঙ্গ অনুভব করছেন বলেই এ জীবন থেকে পালিয়ে গেছেন । ছদ্মবেশে ঘুরছেন দেশ থেকে দেশে। এগুলো মোটেই বানানো কথা নয়। বিশ্বের অধিকাংশ মাইকেল ভক্তের মতে তিনি এখনো বেঁচে আছেন। শুধু লোকচোখের অন্তরালে যেতেই তার মৃত্যুর খবর ও ছবি প্রকাশ করা হয়েছে। অনেকে তো দাবি করেই বসেছেন, তিনি মৃত্যুর পরও কোথায়, কবে উপস্থিত ছিলেন। এমন প্রমাণও কম নয়। [caption id="attachment_227910" align="alignnone" width="2560"] মাইকেল জ্যাকসন/ফাইল ছবি[/caption] গানের বাইরে পপ সম্রাটের জীবন-যাপন নিয়ে রহস্য ছিল প্রচুর। বিশেষ করে তার যৌনজীবন নিয়ে গুঞ্জন ছিল গোটা বিশ্ব জুড়ে। বহুবার তিনি শিরোনামে এসেছেন নানা যৌনকীর্তির কারণে। তবে তা কখনও ছাপিয়ে যেতে পারেনি তার গানের জনপ্রিয়তাকে। কিন্তু জ্যাকসনের হঠাৎ মৃত্যু রহস্য রেখে গিয়েছে গোটা বিশ্বে। যা এখনও রয়েছে সমানতালে। [caption id="attachment_227904" align="alignnone" width="1077"] মাইকেল জ্যাকসন/ফাইল ছবি[/caption] কিং অফ পপ নামে দুনিয়াজুড়ে পরিচিত লাভ করা মার্কিন সংগীত শিল্পী মাইকেল জ্যাকসনের আচমকা মৃত্যুর জন্য দীর্ঘ মেয়াদে পেইন কিলার সেবনকে দায়ী করা হয়। কিন্তু এ নিয়ে বিতর্ক বোধ হয় কোনো দিনই শেষ হবে না। শুরুতে জানানো হয়েছিল তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে। তখন হুট করেই খবরে আসছে ডেমারোল নামের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যথানাশক ইনজেকশন নেওয়ার কারণেই জ্যাকসনের মৃত্যু হয়ে থাকতে পারে। [caption id="attachment_227907" align="alignnone" width="1071"] মাইকেল জ্যাকসন/ফাইল ছবি[/caption] তবে এখানেই শেষ নয়, এ খবর ছড়িয়ে পড়তেই ধাঁধা লাগে গোটা বিশ্বের চোখে। প্রশ্ন ওঠে তাহলে কি মাইকেল আত্মহত্যা করেছেন? মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরকে দোষী সাব্যস্ত করে আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তার গাফিলতিই দায়ী বলে লস এঞ্জেলেসের আদালত রায় দেয়। যদিও মুরের আইনজীবীরা দাবি করেন, জ্যাকসন স্বেচ্ছায় অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি নিয়েছিলেন। তবে কি এটি হত্যা, নাকি আত্মহত্যা হিসাব কষে দুইয়ে দুইয়ে চার আজও মিলেনি। [caption id="attachment_227908" align="alignnone" width="1048"] বিক্যাত মুন ওয়াক দিচ্ছেন মাইকেল জ্যাকসন/ফাইল ছবি[/caption] জ্যাকসন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে জ্যাকসনের গাওয়া যে পাঁচটি সংগীত অ্যালবাম রয়েছে সেগুলো হলো- অব দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেনজারাস (১৯৯১) এবং হিস্টোরি (১৯৯৫)। সংগীত, নৃত্য এবং ফ্যাশন জগতসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন এই পপ সম্রাট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App