×

বিনোদন

করোনায় আক্রান্ত গিটারিস্ট রিচার্ড কিশোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ১২:০৪ পিএম

করোনায় আক্রান্ত গিটারিস্ট রিচার্ড কিশোর

গিটারিস্ট রিচার্ড কিশোর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গিটারিস্ট রিচার্ড কিশোর। বাংলাদেশের একজন বর্ষীয়ান গীটার বাদক তিনি। সম্প্রতি করোনা টেস্ট পজিটিভ এসেছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

তিনি জানান, রিচার্ড কিশোরকে শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে । রেশ ফাউণ্ডেশনের পক্ষ থেকে রিচার্ডের জন্য সবাইকে প্রার্থনা করতে অনুরোধ করেছের ফরিদ আহমেদ।

রিচার্ড কিশোর বাংলা মিউজিকের এক অনবদ্য নাম। দেশের অসংখ্য জনপ্রিয় শিল্পীদের গানের সঙ্গে গিটার বাজিয়ে আসছেন তিনি। এমন কী কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের সঙ্গেও গিটার বাজিয়েছেন তিনি।

অনেক বছর আগের কথা। বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখতে গিয়ে গিটারের প্রেমে পড়েছিলেন রিচার্ড। সেই থেকে শুরু। আজ অবধি গিটার নিয়েই তার পথচলা।

তবে অনেক দিন আগে এক অনুষ্ঠানে রিচার্ড কিশোর বলেছিলেন ‘গিটার আমার কাছে সব নয়। তবে বাংলা মিউজিক ছাড়া বাঁচতে পারব না। আমি বাংলা মিউজিসিয়ান। এটাই আমার ধ্যান-জ্ঞান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App