×

বিনোদন

কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে আনলেন দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৪:৪২ পিএম

কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে আনলেন দেব

দেব

জম্মু ও কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে আনলেন দেব। লকডাউনে জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন রাজস্থানের ওই ৩৯ জন ভারতীয়। এর আগে নেপালের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরান সংসদ সদস্য দেব। সেই খবর সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন তারা। এরপর তারা নিজেরাই ঘাটালের সাংসদ দেবের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার দেবের সহায়তায় বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। লকডাউনের আগে দাসপুরের ৩৯ জন গ্রামবাসী জম্মু ও কাশ্মীরে গিয়ে আটকে পড়েন। লকডাউনের জেরে জম্মু ও কাশ্মীরের ভ্রমণও বন্ধ হয়ে যায়। আটকে থাকেন হোটেলে। এক সময় টাকা পয়সাও শেষ হয়ে যায়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের যোগাযোগ করেও ব্যর্থ হন তারা। হতাশ হয়ে গত ৫ জুন ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার সঙ্গে যোগযোগ করতে সমর্থ হন তারা। দেবের উদ্যোগে নেপালের প্রায় হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার বাড়ি ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন তারা। তারপরই দেবের প্রতিনিধির সঙ্গে যোগযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App