×

বিনোদন

রবীন্দ্র জন্মজয়ন্তীতে একুশের পর্দায় 'প্রতিবেশিনী'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০১:৫৩ পিএম

রবীন্দ্র জন্মজয়ন্তীতে একুশের পর্দায় 'প্রতিবেশিনী'

'প্রতিবেশিনী' নাটকের দৃশ্য

করোনা ভাইরাসের কারণে স্থবির সমস্ত পৃথিবী। বন্ধ হয়ে রয়েছে নতুন নাটকের শুটিং। তাই বিশেষ দিবসগুলোকে ঘিরে নির্মিত হয় নি নতুন কোনো নাটক। যার ফলে পুরনো নাটক-ই পুনরায় প্রচার করতে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে। সেই প্রেক্ষিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে নাটক প্রতিবেশিনী। শুক্রবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে৷ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন শ্রাবনী ফেরদৌস৷ নাটকটির বিভিন্ন চরিত্রে সাদিয়া জাহান প্রভা, ইরফান সাজ্জাদ, রামিজ রাজু, টুনটুনি সোবহান, ইমদাদ শপথ সহ আরো অনেকে অভিনয় করেছন৷ নাটকটি পুনরায় প্রচার নিয়ে নির্মাতা বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের সমস্ত শুটিং আপাতত বন্ধ। যার ফলে এ বছর রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নতুন নাটক নির্মাাণ করা হয় নি। প্রতিবেশিনী নাটকটি ২০১৮ সালে নির্মান করি এবং একই বছর একুশে টিভিতে প্রচারিত হয়। যেহেতু এ বছর নতুন কোনো নাটক নেই তাই তারা নাটকটি পুনরায় প্রচারিত করছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App