×

বিনোদন

দেশে আসাটা অন্যরকম আনন্দের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৭ পিএম

অনেক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। এবারের দেশে ফেরাটা অন্য রকম আনন্দের বলে জানান তিনি। প্রথমবার মেয়ে ইলমাকে নিয়ে বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। আত্মীয়স্বজন, সবাই আসছেন রিচির মেয়েকে দেখতে। দেশে আসার সময়ের অনুভ‚তির কথা শোনা যাক রিচির মুখ থেকেই। যুক্তরাষ্ট্র থেকে দুই সন্তানকে নিয়ে গত ৮ ডিসেম্বর বিমানে চড়েন রিচি। চোখে তখন বহুদিন পর মাতৃভ‚মিতে ফেরার আনন্দ। অনেকগুলো প্রিয় মুখ তার জন্য অপেক্ষা করছে। রিচি বলেন, ‘প্রিয় বাংলাদেশ, প্রাণের শহরে ফেরা। সঙ্গে আমার দুই সন্তান। ভীষণ আনন্দের মুহূর্ত ছিল সেটি।’ অভিনেত্রী রিচি সোলায়মান ২০০৮ সালের ২৮ ফেব্রæয়ারি বিয়ে করেন। তার স্বামী রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত। বিয়ের পর স্বামীর সঙ্গে আমেরিকায় গেলেও স্থায়ী হননি। নিয়মিত অভিনয় করেছেন, নাটক নির্মাণ করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। কিন্তু হঠাৎ করেই গেল বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রিচি। এরপর থেকে সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন। রিচি বলেন, মিডিয়া এখন আর শিল্পের জায়গায় নেই। এটা এখন বাজার হয়ে গেছে। এখানে বাণিজ্যটাই মুখ্য। এক সময় নাটকের চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী নেয়া হতো। এখন অভিনেত্রীকে মাথায় রেখে নাট্যকার চরিত্র নির্মাণ করেন। তাই মনে হলো সংসারে সময় দেই। তাছাড়া আমার স্বামী নিউইয়র্কের পুলিশ বিভাগে চাকরি করছেন। তাকেও মিস করছিলাম। তাই সব মিলিয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়া। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের মা হন রিচি। ছেলের নাম রাখেন রায়ান। আর এই বছরের আগস্টে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দুই সন্তানকে নিয়ে এবার দেশে ফেরা। এই অভিনেত্রী জানান, ছেলে রায়ানের বয়স এখন সাত বছর। নিউইয়র্কের একটি স্কুলে সে সেকেন্ড গ্রেডে পড়ছে। ছেলের স্কুলে এখন বড়দিন ও শীতের ছুটি চলছে। তাই দেশে আসার জন্য এই সময়টাকে বেছে নিয়েছি। আর মেয়ে ইলমার বয়স চার মাস। মেয়েকে দেখার জন্য দেশের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল।’ দেশে এসেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। প্রিয়জনদের সঙ্গে দেখা করছেন। পাশাপাশি টিভি নাটকে অভিনয় করবেন বলেও জানান। দেশে আসার আগেই বেশ কয়েকজন নির্মাতা তার সঙ্গে যোগাযোগ করেছেন। রিচি বলেন, অভিনয় এখন সেভাবে করা হয় না। কিছুদিন আগে দীপ্ত টিভির জন্য ১০৪ পর্বের একটি ধারাবাহিক তৈরি করতে নিউইয়র্কে গিয়েছিলেন নওশিন আর হিল্লোল।নাম ‘নিউইয়র্ক থেকে বলছি’। সেটাতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছি। এ ছাড়া সৈয়দ জামি একটি খÐ নাটক করেছেন। নাম ‘তুমি’। এটাতে অভিনয় করেছি। এবার দেশে যদি সময় করতে পারি তবে দু-একটা কাজ করব। তাছাড়া ২০১৩ সালে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটা ধারাবাহিক তৈরি করেছিলেন রহমতুল্লাহ তুহিন। ‘যখন কখনো’ নামের ৫২ পর্বের এই ধারাবাহিকটি গত ২৩ সেপ্টেম্বর থেকে এনটিভিতে প্রচারিত হচ্ছে। নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি সাড়ে তিনশ নাটক নির্মাণের মাইলফলক স্পর্শ করেছেন। চয়নিকার সঙ্গে রিচি সোলায়মানের সম্পর্কটা দীর্ঘদিনের। এবার দেশে ফিরেই চয়নিকার সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা করেন। রিচি বলেন, সংখ্যায় নয়, ভালো নাটক নির্মাণের মধ্য দিয়ে আমাদের সবার মন ভরেছো। তোমার জন্য অনেক দোয়া আর শুভ কামনা। ভালো কাজ দিয়ে সবাইকে মুগ্ধ করতে থাকো। এই সফরে চয়নিকা চৌধুরীর পরিচালনায় টিভি নাটকে অভিনয় করবেন জানিয়ে রিচি বলেন, দেশে আসার আগে থেকেই বৌদির সঙ্গে কথা হয়েছে। সময় বের করতে পারলে অভিনয় করতে পারি। উল্লেখ্য, ১৯৮৯ সালে মামুনুর রশীদের রচনা ও মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় বিটিভিতে প্রচারিত ‘ইতি আমার বোন’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন রিচি সোলায়মান। ‘বার্জার পেইন্ট’, ‘ফেয়ার অ্যান্ড লাভলী’সহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এ ছাড়া উপস্থাপনাতেও হাতেখড়ি হয়েছে রিচি সোলায়মানের। পরবর্তীতে ‘নীলাঞ্জনা’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App