×

বিনোদন

অস্কারে বাংলা ছবি ‘রক্তকরবী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০১:১৯ পিএম

প্রতি বছরের মতো এ বছরও প্রকাশিত হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রতিযোগী ৩৪১টি সেরা ছবির তালিকা। এই তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ, এই তালিকা থেকেই চূড়ান্ত মনোনয়ন করা হবে বিভিন্ন পুরস্কারের জন্য। সেরা ছবি থেকে সেরা মেকআপ— সবক’টি বিভাগের মনোনয়ন হবে এই ৩৪১টি ছবি থেকেই। এ বছর এই তালিকাতে রয়েছে বাংলা ছবি ‘রক্তকরবী’। পরিচালক অমিতাভ ভট্টাচার্যের এটি দ্বিতীয় ছবি, এই বছরের মাঝামাঝি বাণিজ্যিক ভাবে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি । ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে রবীন্দ্রনাথের সুবিখ্যাত নাটক ‘রক্তকরবী’, কিন্তু মূল টেক্সটকে সাম্প্রতিক সময়ের রাজনীতির প্রেক্ষিতে ফেলেছেন পরিচালক ও চিত্রনাট্যকার অমিতাভ। এই ব্যতিক্রমী ছবিটি বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে ইতিমধ্যেই। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এর তালিকাতেও স্থান করে নিয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন মুমতাজ সরকার, শান্তিলাল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, উষসী চক্রবর্তী, কৌশিক সেন প্রমুখ। গতকাল ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তালিকা প্রকাশ হতেই খুশির আবহ বিনোদন জগতে। অস্কারের তালিকায় এই মনোনয়ন চলচ্চিত্র জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এখনও পর্যন্ত হাতে গোনা ভারতীয় ছবি এই তালিকায় স্থান পেয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হলে একাধিক ক্যাটেগরিতে নমিনেশনের সম্ভাবনা থাকে। এছাড়া রয়েছে একমাত্র ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্মস ক্যাটেগরি। সেখানে সারা পৃথিবীর বিভিন্ন ভাষার ছবি প্রতিদ্বন্দ্বিতা করে এবং একটিমাত্র ছবিই সেরা হিসেবে মনোনীত হয়। তা বাদে অভিনেতা-অভিনেত্রী-পরিচালক-সিনেমাটোগ্রাফারদের দক্ষতার আলাদা করে বিচার করা হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App