×

বিনোদন

নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘কল্যাণীয়াষু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৮ পিএম

নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘কল্যাণীয়াষু’
শতবর্ষ আগে চার দেয়ালে বন্দি নারীদের চোখের জল মুছে শৃঙ্খল ভাঙার গান শুনিয়েছেন মহীয়সী নারী বেগম রোকেয়া। সাহস, আত্মবিশ্বাস আর দৃঢ়তাকে সঙ্গী করে একাই পাড়ি দিয়েছেন দুর্গমগিরি। আঁধার ভেঙে এনেছেন নতুন সূর্য। যে আলো লাখো কোটি প্রদীপ হয়ে ছড়িয়ে পড়ে হিমালয় থেকে সুন্দরবন। যে শিখায় আলোকিত নারীরা আজ এভারেস্ট চ‚ড়ায় উড়িয়েছেন বিজয় পতাকা, পাড়ি দিচ্ছেন ইংলিশ চ্যানেল। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষা সর্বত্র ক্ষেত্রে হয়েছে নারীর অবাধ বিচরণ। মূলত নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নারীর প্রতি কোনো বৈষম্য না দেখিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সর্বস্তরে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী দিবসের সূচনা করা হয়েছিল। বিশ্ব নারী দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘কল্যাণীয়াষু’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সাম্য, দক্ষতায়, সৃজনশীলতায় এগিয়ে চলা চারজন নারী- বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এবং রূপ বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা কানিজ আলমাস খানকে নিয়ে। শ্রাবণী হালদারের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। কুইন রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ৮টায় এটিএন বাংলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App