×

বিনোদন

রোশানের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:৩০ পিএম

রোশানের গল্প
কৈশোরে ভালো ক্রিকেট খেলতেন। এক সময় মনের মধ্যে ক্রিকেটার হওয়ার স্বপ্নটাও উঁকি মেরেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শেষভাগে এসে হয়ে গেলেন সিনেমার নায়ক। বলছি ঢালিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামারস নায়ক জিয়াউল রোশানের গল্প। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখা অনেকটা হুট করেই। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ শেষ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন রোশান। তখনই সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান তিনি। এরপর তো নায়ক রোশানের গল্প অনেকেই জানেন। পরীমণির সঙ্গে জুটি গড়ে ‘রক্ত’ ছবিতে মুগ্ধ করেছেন দুই বাংলার দর্শকদের। প্রথম ছবিতেই করেছেন বাজিমাত। রোশান বলেন, আমি একটু বেশিই সৌভাগ্যবান। সিনেমায় পা রাখার পর থেকেই মানুষের ভালোবাসা পেয়েছি। সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের ভালোবাসা পেয়েছি। জাজ মাল্টিমিডিয়ার সহযোগিতা আমাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে। প্রথম ছবিতেই দর্শকের সাড়া পেয়েছি। বড় পর্দায় ‘রক্ত’ ছবির মধ্য দিয়ে অভিষেক হলেও ‘ধ্যাত্তেরিকি’ ও ‘ককপিট’ নামের আরো দুটি ছবিতে অভিনয় করেন রোশান। গ্ল্যামারস হিরো হিসেবে শুরু থেকেই রোশানকে নিয়ে ঢালিউডে আলোচনা ছিল। সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমান শাহকে অনেকটা ফলো করেন রোশান। তিনি বলেন, সালমান শাহ তো আইকন হিরো। তার স্টাইল তো শুধু বাংলাদেশে না বলিউডেও ফলো করেছে। সালমান শাহের মতো স্টাইলিস্ট হিরো কমই এসেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। এদিকে মুক্তির প্রহর গুনছে রোশান অভিনীত ছবি ‘বেপরোয়া’। এই ছবিতে ভিন্ন লুকে হাজির হচ্ছেন রোশান। ছবিটিতে নায়িকা ববির সঙ্গে দেখা যাবে রোশানকে। অ্যাকশান-রোমান্টিক লুকে দর্শকের মাঝে সাড়া ফেলবে ছবিটি। এমনটাই মনে করেন তিনি। এই চিত্রনায়ক বলেন, ছবিটি কবে মুক্তি পাবে সেই বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে। আমি শুধু বলবো, দর্শক একটা ভালো ছবি দেখতে পারবে। এই ছবিতে আমাকে অন্য লুকে পাবেন। ছবিটির পোস্টার দেখেই বোঝা গেছে অ্যাকশান হিরো হিসেবেই দেখা রোশানকে। রোশান বলেন, প্রথম ছবিতে অভিনয়ের সময়ই অ্যাকশন-নাচ শিখতে হয়েছে। এখনো নিয়মিত চর্চা করি। ‘বেপরোয়া’ ছবিতে রোশানকে ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখা যাবে। এই ছবির ট্যাগ লাইন হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। রোশানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বাবা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র। ফলে পারিবারিকভাবেই এলাকাতে পরিচিত ছিলেন রোশান। তবে সিনেমার নায়ক হবার পর বদলে গেছে তার পরিচিতি। এখন রোশানকেই আলাদাভাবে চেনে সবাই। এলাকায় গেলে অনেকেই ভিড় জমায় নায়ক রোশানের সঙ্গে ছবি তোলার জন্য। রোশান বলেন, সিনেমায় আসার পর তো কিছুটা পরিবর্তন এসেছেই। এখন বাড়িতে গেলে অনেকেই আসেন ছবি তুলতে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান রোশান। এরই মধ্যে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস, স্টার জলসার সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব পেয়েও সেই পথে হাঁটেননি বলে জানান এই চিত্রনায়ক। রোশান বলেন, সিনেমায় অভিনয় করতে চাই। এজন্য টেলিভিশনের বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। স্টার প্লাস, স্টার জলসার সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি চাই, সিনেমা নিয়েই থাকতে। স্বপ্ন দেখি, আমাদের দেশের ছবি বিশ্বজুড়ে প্রশংসিত হবে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। শাহনাজ জাহান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App