×

বিনোদন

মনের দিক থেকে আজও আমি মিডল ক্লাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ১১:০৮ এএম

বলিউড ডিভা বিদ্যা বালানের নতুন ছবি ‘তুমহারি সুলু’ আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে। কমেডি-ড্রামা এই ছবিতে একজন রেডিও জকির ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। বিদ্যা বলেন, ‘প্রত্যেক ছবিতে আলাদা আলাদা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুবিধা পেয়েছি। আমার মতে এটাই একজন অভিনেতার জীবনে অভিনেতা হওয়ার আসল সংজ্ঞা।’‘তুমহারি সুলু’ ছবির জার্নি এবং এই ছবিতে অভিনয় প্রসঙ্গে মনের কথা খুলে বললেন ‘কাহানি’ অভিনেত্রী। তিনি বলেন, ‘যতদিন সুরেশ ত্রিবেনী (তুমহারি সুলু ছবির পরিচালক এবং গল্পকার)-র মতো পরিচালক এবং গল্পকার রয়েছেন, ততদিন পর্যন্ত আমার অভিনেতা হিসেবে নিজেকে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তুমহারি সুলু ছবিতে আমি একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছি। আর এরকম একটা চরিত্রে যে আমি অভিনয় করতে পারি, তা ছবির পরিচালক ছাড়া আর কেউ কল্পনাও করতে পেরেছিল বলে মনে হয় না। ছবি নির্মাতারা আমাকে সবসময় সিরিয়াস চরিত্রে অভিনয় করার প্রস্তাবই দিয়ে এসেছেন।’ ‘তুমহারি সুলু’ ছবি প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘পরিচালক সুরেশ ত্রিবেনী যেভাবে ছবির গল্প লিখেছেন, তাতে মনে হয় সবাই চরিত্রটির সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। ছবিতে একজন মিডল ক্লাস নারীর চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। কারণ, মনের দিক থেকে আজও আমি মিডল ক্লাস। আর সত্যি কথা বলতে কী, আমি একটি মিডল ক্লাস পরিবার থেকেই উঠে এসেছি। আর এর জন্য আমার কোনো আফসোস নেই। বরং গর্ব বোধ করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App