×

বিনোদন

‘পদ্মাবতী’র মুক্তি পেছাতে বিজেপির চিঠি!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০১:৪৯ পিএম

আবারও বাধার মুখে সঞ্জয় লীলা বানসালি। বাধার মুখে তাঁর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত বহুল আলোচিত ও সমালোচিত ছবি ‘পদ্মাবতী’। এবারের বাধা স্বয়ং ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল বিজেপি। ছবির মুক্তি পিছিয়ে দিতে নির্বাচন কমিশন ও ভারতীয় সেন্সর বোর্ডকে চিঠি পাঠিয়েছেন তারা। বিজেপি মনে করছে, ছবিটি ক্ষত্রিয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানতে পারে। ফলে তার নেতিবাচক প্রভাব আসন্ন গুজরাট নির্বাচনেও পড়তে পারে। যার কারণে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও ক্ষত্রিয় নেতা আইকে জাদেজা ছবির মুক্তি পিছিয়ে দিতে নির্বাচন কমিশন ও ভারতীয় সেন্সর বোর্ডকে এ চিঠি পাঠান। হিন্দুস্থান টাইমস এর খবর, ছবিতে রানী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজীর প্রেম দেখানো হয়েছে বলে ক্ষত্রিয় সম্প্রদায়ের অভিযোগ। তাদের দাবি, বাস্তবে এটা ঘটেনি। কিন্তু নির্মাতা বানসালি ছবিতে তা দেখিয়েছেন। শুরু থেকেই অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছেন নির্মাতা বানসালি। ছবির কলাকুশলীরাও দাবি করেছেন, এমন কোনো দৃশ্য নেই। কিন্তু ক্ষত্রিয় সম্প্রদায়ের নেতারা বলেছেন, মুক্তি দেয়ার আগে সিনেমাটি তাদের দেখাতে হবে। তবেই বিষয়টি বিশ্বাস করবেন তারা। ছবিতে রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজীর চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। অন্যদিকে, রানী পদ্মাবতীর স্বামী রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে রাজস্থানে ‘পদ্মাবতী’র শুটিং শুরু করতে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে সেখান থেকে সেট সরিয়ে নিতে বাধ্য হন পরিচালক বানসালি। পরে ছবির শুটিং শেষ হলে সেই রাজস্থান থেকেই আসে আরেক বাধা। হুঁশিয়ারি দেয় জয় রাজপুতানা সংঘ। জানানো হয়, অনুমতি ছাড়া রাজস্থানের কোনও সিনেমা হলে ‘পদ্মাবতী’মুক্তি দিলে সেই হল পুড়িয়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App