×

বিনোদন

সামিয়ার নতুন অধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৫:০৭ পিএম

সামিয়ার নতুন অধ্যায়
বিয়ে করে নতুন জীবন শুরু করলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদ। পাত্রের নাম সাফাত চৌধুরী। তিনি ফিল্ম স্টেশন নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রযোজক। এই প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত। গত ২৪ এপ্রিল রাজধানীর ফ্যালকন মিলনায়তনে তাদের বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল দুই পরিবারের নিকটজনদের উপস্থিতিতে সামিয়া-সাফাতের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর এখন শ্বশুরবাড়িতেই আছেন সামিয়া। সেখানে দারুণ সময় কাটছে বলে জানান এই অভিনেত্রী। সামিয়া-সাফাতের পরিচয়টা ২০১০ সালে। আর তাদের প্রেমের শুরু ২০১৫ সালের ১৮ এপ্রিল। এর তিন বছর পর গত ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন তারা। সামিয়া বলেন, সাফাতের সঙ্গে আমার পরিচয় ২০১০ সালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এক বন্ধুর মাধ্যমে। এরপর ২০১২ সাল থেকে ধীরে ধীরে আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। ২০১৫ সালের ১৮ এপ্রিল এসে আমরা দুজনে প্রেমের সম্পর্কে দায়বদ্ধ হয়। এখন আমরা বিবাহিত দম্পতি। আট বছর পর এসে সব কিছুই কেমন গল্পের মতো লাগছে। বিয়ের পর কেমন আছেন সামিয়া? সেটা জানতে যোগাযোগ করা হয় এই তারকার সঙ্গে। সামিয়া বলেন, বিয়ের আগে মনে হয়, সময়টা কীভাবে কাটবে, কেমনে কাটবে? কিন্তু বিয়ের দিনটা দ্রæত কেটে গেল। এখন ভাবলে একটু অবাক লাগে। দু-দিন আগেও একটা পরিবারে ছিলাম। সেখানে কত আনন্দ-বেদনার স্মৃতি। এখন আরেকটা পরিবারে আছি। এখানেও সবাই আমার ভীষণ আপন মানুষ। বিয়ের পর অনেকেই মিডিয়া থেকে বিদায় নেন। সামিয়াও কি অভিনয় জগৎকে বিদায় জানাবেন? এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, মিডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ভালো লাগার, ভালোবাসার। তা ছাড়া সত্য কথা বলতে, আমার নিজের কাছে মনে হয় যে আমি অফিসে বসে কাজ করতে পারব না। নতুন নতুন লোকেশনে গিয়ে নতুন কোনো সেটে নতুন মানুষদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। এতে করে জীবনটা বৈচিত্র্যপূর্ণ বলে মনে হয়। আমি পর্দায় নাটকে, বিজ্ঞাপনচিত্রে কাজ করি এবং আমি এই কাজটা নিয়মিত করতে চাই। বিয়ে করে অনেকেই অভিনয় জগৎ থেকে হারিয়ে যান, এটা সত্য। কিন্তু আমি নিয়মিত কাজ করতে চাই। শ্বশুরবাড়ি থেকে ‘মিডিয়ায় কাজ করা যাবে না’ এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তাই যে কাজটাই করব, অবশ্যই ভালো এবং মানসম্মত হতে হবে। ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন সামিয়া সাঈদ। অনেকগুলো নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উপস্থাপনায়ও দেখা গেছে তাকে। গত রোজার ঈদে মুক্তি পেয়েছে সামিয়া অভিনীত সিনেমা ‘কমলা রকেট’। এটিই তার অভিনীত প্রথম সিনেমা। ‘কমলা রকেট’ এর পর সেভাবে নতুন কোনো কাজ করেননি তিনি। নতুন কাজের খবর জানতে চাইলে সামিয়া বলেন, আপাতত নতুন খবর হলো, বিয়ে করে সংসার জীবন শুরু করেছি। বিগত কয়েকদিন বিয়ের ব্যস্ততায় ছিলাম। তাই তেমন কাজ করা হয়নি। তা ছাড়া গত ঈদে ‘কমলা রকেট’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এখন নতুন কাজ নিয়ে পরিকল্পনা করব। মিডিয়ায় সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। সামিয়া বলেন, কাজ করতে করতে সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করে আলাদা একটা মজা পাওয়া যায়। উনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App