×

বিনোদন

সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ পিএম

সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা
সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা

ছবি: ইন্টারনেট

সারা বিশ্বে গুগলে সার্চ করা সেরা ১০ সিনেমা

প্রযুক্তির এই যুগে যেকোনো বিষয়ে অনুসন্ধান করতে মানুষ সবচেয়ে বেশি ভরসা রাখে গুগলের ওপর। ২০২৩ সালে সারা বিশ্বের সেরা ১০ সিনেমা যা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজার ও দর্শকরা। ছবিগুলো হলো-

১. বার্বি 

বার্বি সিনেমাটি ২০২৩–এর ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে প্রিমিয়ার হয়েছিল এবং ওয়ার্নার ব্রস. দ্বারা একই বছরের ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছিল। এটি ওপেনহেইমারের সাথে একযোগে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং বিশ্বব্যাপী ৩৪৪ মিলিয়ন ডলার আয় করেছে। ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=pBk4NYhWNMM ২. ওপেনহেইমার ওপেনহেইমার ২০২৩ সালের জীবনীমূলক থ্রিলার চলচ্চিত্র।

ওপেনহেইমার ইউনিভার্সাল পিকচার্স কর্তৃক ২০২৩ সালের ২১ জুলাই যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=uYPbbksJxIg 

৩. জাওয়ান

জাওয়ান ২০২৩ সালের হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন এবং সাথে বিজয় সেথুপতি ও নয়নতারা প্রধান ভূমিকায় রয়েছেন।

এটি ২০২৩ সালে ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=k8YiqM0Y-78 

৪. সাউন্ড অফ ফ্রিডম

সাউন্ড অফ ফ্রিডম সিনেমাটি ২০২৩ সালের আমেরিকান ক্রাইম থ্রিলার ফিল্ম।

ছবিটি ২০২৩ সালের ৪ জুলাই এ অ্যাঞ্জেল স্টুডিও দ্বারা মুক্তি পায়। এটি একটি স্লিপার হিট ছিল, ইতিহাসের সবচেয়ে সফল স্বাধীন চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এটি $১৪.৫ মিলিয়ন বাজেটের বিপরীতে ২৫০ মিলিয়ন ডলার আয় করেছে। ৯ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=Rt0kp4VW1cI 

৫. জন উইক: চ্যাপ্টার ৪

জন উইক: চ্যাপ্টার ৪ সিনেমাটি ২০২৩ সালের ২৪ মার্চ মুক্তি পায়। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=qEVUtrk8_B4  ৬. অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার সিনেমাটি ২০২২ সালের একটি আমেরিকান মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র। অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার সিনেমাটির প্রিমিয়ার লন্ডনে ২০২২ সালের ৬ ডিসেম্বর হয়েছিল এবং ২০২২ সালের ১৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=d9MyW72ELq0 

৭. এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স সিনেমাটি ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (যৌথভাবে "ড্যানিয়েলস" নামে পরিচিত) রচিত ও পরিচালিত ২০২২ সালের মার্কিন হাস্যরসাত্মক-নাট্যধর্মী চলচ্চিত্র। ২০২২ সালে ১১ মার্চ সাউথ বাই সাউথওয়েস্টে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ সালের ২৫ মার্চ সীমিত পরিসরে মুক্তি দেয়া হয় এবং এ টুয়েন্টিফোর চলচ্চিত্রটি ২০২২ সালের ৮ এপ্রিল বৃহৎ পরিসরে মুক্তি দেয়। ২০২৩ সালের ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিলিয়ন দর্শকশ্রোতা এই সিনেমাটি সার্চ করেন।

https://www.youtube.com/watch?v=wxN1T1uxQ2g 

৮. গদর ২: দ্য কথা কন্টিনিউস

গদর ২: দ্য কথা কন্টিনিউস সিনেমাটি ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৬৯০.২৪ কোটি রুপি আয় করে। এটি ২০২৩ সালের সর্বোচ্চ আয়করা ভারতীয় সিনেমা এবং সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়করা হিন্দি সিনেমা।

https://www.youtube.com/watch?v=mljj92tRwlk 

৯. ক্রিড ৩

ক্রিড ৩ সিনেমাটি আমেরিকান স্পোর্টস ড্রামা ছবি। সিনেমাটি ২০২৩ সালের ১ এপ্রিল প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড পরিষেবাগুলিতে মুক্তি পায়।

https://www.youtube.com/watch?v=AHmCH7iB_IM 

১০. পাঠান

পাঠান ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সাপ্তাহিক ছুটির দিনে আইম্যাক্স, ৪ডিএক্স এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে ভারতে মুক্তি পায়। এটি একই সাথে তামিল এবং তেলেগু ভাষায় ডাবিং করে মুক্তি দেয়া হয়।

https://www.youtube.com/watch?v=vqu4z34wENw   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App